এখন ডায়াল আপ ইউজ করি। কেডা যেন কইছিল ডায়াল আপ ইউজ করলে টিএনটি বিল কাটে না, একদম ভুয়া কথা। ফোনে কথা কইলে যে বিল আইবো, ঠিক সে রেটেই নেট ইউজ করার বিল কাটব। আপনার ইন্টারনেট কার্ড আর টিএনটি দুইটারই বিল আইব, কোপা!!!!
গত দুইমাস ধইরা বাসায় দুই হাজার টাকা কইরা ফোন বিল আসার পর আম্মা এমন শানটিং দিল যে পুরা মার মার অবস্থা।
এখন এক এলাকার আইএসপি কইল তারা জিপ থেকা রেডিও লিংক লাইন আনসে। কইল স্পিড ৮-১০ mbps পাইবেন, কি কন বিশ্বাস করুম। ফি মাসে ১০৫০টাকা, কানেকশন মনেহয় ১০০০টাকা। কি কন লমু?
আইএসপি টা এলাকায় নতুন। মানুষও খারাপনা। লমু চিন্তা করতাছি। ১১০০০ টাকা দিয়া এজ মোডেম কিনা সম্ভব না।