জানা প্রয়োজন
দাবা প্রতিযোগিতায় চাল লিখে রাখতে হয়। চাল লিখে রাখা (notation) খেলারই অংশ। এর জন্য আমাদের দরকার গুটিগুলোর নাম এবং দাবা বোর্ডের ৬৪টি ঘরের নাম জানা। খুব কঠিন মানে হচ্ছে? এটি আসলে ১,২,৩ গনার মতই সহজ। চল শিখি তাহলে।
গুটির নামকরণ- প্রথম সারির ৮টি গুটির নাম pawn(সৈন্য বা বোড়ে)দ্বিতীয় সারির ৮টি গুটিকে সাধারনভাবে piece বলে, তবে এদের প্রত্যেকের আলাদা নাম আছে। এরা হল king(রাজা), queen(মন্ত্রি), bishop(গজ বা হাতি), knight(ঘোড়া), rook(নৌকা)। notation এর সময় এদের নামের প্রথম letterটি ব্যবহার হয়। যেমন king এর K, queen এর Q , bishop এর B, knight এর N, rook এর R
বোর্ডের পরিচিতি- দাবা বোর্ডে ৬৪টি ঘর থাকে। উপর-নিচ বরাবর a,b,c,d,e,f,g,h নামে ৮টি file থাকে। আর বাম-ডানে 1,2,3,4,5,6,7,8 নামে আড়াআড়ি ৮টি rank থাকে।
একটি ঘরের নামকরনে তার file আর rank এর ক্রস করতে হয়। যেমন ছবিতে দেখা যাচ্ছে বোর্ডের নিচের সবার বামের ঘরটির নাম a1 আবার উপরের সবার ডানের ঘরটির নাম h8. Notation এর সময় যে গুটি চালা হচ্ছে আর যে ঘরে চালা হচ্ছে তাদের নাম লিখতে হয়। যেমন Qc2. তবে pawn চালার ক্ষেত্রে শুধু ঘরের নাম লিখলেই চলবে। আর কোন গুটি কাটাকাটির সময় গুটি আর ঘরের নামের মাঝে একটি X দিতে হবে। যেমন Qxc2.
চালের নিয়ম- বিশ্ব দাবা স্ংস্থা(Fide)কতৄক নির্ধারিত দাবার চালগুলো অনুসারে খেলা পরিচালিত হয়ে থাকে। আর যে পদ্ধতিতে এটি হয় তার নাম হল touch & move পদ্ধতি।এই পদ্ধতিতে কোন গুটি ধরলে সেটা চালতে হবে। আর কোন ঘরে গুটি চেলে ছেড়ে দিলে তা আর ফেরত নেয়া যাবে না, তবে গুটি ধরা(touch) থাকলে ঘর পরিবর্তন করে অন্য ঘরে চালা যাবে কিন্তু ঐ গুটিই চালতে হবে। অন্য নিয়মগুলো হল-
১। সবসময় pawn বা piece একটি গুটি চালতে হয়। pawn তার প্রাথমিক অবস্থান থেকে এক অথবা দুই ঘর চালা যায়। কোন pawn যদি চলতে চলতে 8th rank এ পৌছাতে পারে তবে তার বদলে যেকোন একটি piece বোর্ডে উঠাতে পারে। আমাদের মধ্যে ভ্রান্ত ধারনা আছে, কোন piece কা্টা না গেলে তা উঠানো যায় না। এটা ঠিক না। কোন piece বোর্ডে থাকলেও সেইরকম আরও এক বা একাধিক piece উঠানো যায়।
২। castling এর নিয়ম- king এবং rook নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে castling সম্পন্ন করা যায়। এক্ষেত্রে king দুই ঘর ডানে বা বামে সরে যায় এবং rook বের হয়ে king এর পাশে এসে বসে। castling notation এর ক্ষেত্রে kingside এর দিকে 0-0 আর queenside এর দিকে 0-0-0। কিছু অবস্থায় castling করা যায় না। তা হল check অবস্থায় king থাকলে অথবা king বা rook তার প্রাথমিক অবস্থান থেকে চালা হলে অথবা king আর rook এর মাঝের ঘরগুলো প্রতিপক্ষের কোন গুটি দ্বারা check দেয়া থাকলে।
৩। পাশ কাটানো pawn (en passant)নামে একধরনের কাটাকাটি আছে। এটি সচরাচর দেখা যায় না। কোন pawn পঞ্চম ঘরে থাকলে যদি প্রতিপক্ষ ঔ pawn এর ডান বা বাম এর file এর pawn দুই ঘর চালে তাহলে পঞ্চম ঘরে থাকা pawn টি প্রতিপক্ষের pawn টিকে কাটতে পারে। এখানে উল্লেখ্য যে, তাৎক্ষনাত কাটাকাটি না করলে এই দুটি pawn এর ক্ষেত্রে আর এই নিয়ম খাটবে না।
জয়-পরাজয় নিশ্চিতকরন- দাবা খেলায় জিততে (mate) হলে প্রতিপক্ষের king কে অবশ্যই check দিয়ে আটকাতে হবে। একে checkmate বলে। check ছাড়া প্রতিপক্ষের king যদি আটকে যায় তাহলে বোর্ডের অবস্থান যাই হক না কেন খেলা ড্র হয়ে যাবে। একে stalemate বলে। আমাদের মধ্যে কেউ কেউ খেলার শেষ দিকে ১৬ চালের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করে যার কোন আস্তিত্তই fide তে পাওয়া যায় না। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতও নয়। তবে খেলা ড্র বলে গণ্য হওয়ার আরও দুটি নিয়ম আছে। একটি হল ৫০ চালের নিয়ম আর অপরটি চালের পুনরাবৃত্তি(repetation). ৫০ চালের নিয়ম হচ্ছে- খেলার কোন অবস্থান থেকে কেউ যদি দেখাতে পারে যে, ৫০ চাল ধরে কোন pawn চালা হয়নি অথবা কোন গুটিও কাটাকাটি হয়নি। আর repetation বলতে বোঝায়- দুইজন খেলোয়াড়ই যদি পরপর তিনবার একই চাল দেয় তাহলে যে কোন এক পক্ষ দাবি করলে খেলাটি ড্র বলে গণ্য হবে।
স্কোর সীটঃ যে কাগজে চাল লিখে রাখতে হয় তাকে স্কোর সীট বলে। নিচে একটি নমুনা স্কোর সীট দেয়া হল।
score sheet
event: … … … … … … … … … round no: board no: date:
white's name: … … … … … … … … … … black's name: … … … … … … … … … … … result:
White Black
1.
2.
3. .
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
Signature:
ধন্যবাদান্তে
Pin Chess Power