ইসলামের ইতিহাস আমরা সবাই কম বেশি জানি। সেই ইতিহাসে উল্লেখিত নবী গনের জীবনি আমরা জানতে পারি, সেই জীবনিতে উল্লেখিত তাদের রওজা ও তার অবস্হান সম্পর্কে আমরা অনেকেই জানিনা, এছাড়া পৃথিবীর কোথায় নেমেছিল হযরত আদম (আঃ)?কেমন আম্মা হাওয়ার কবর?কোথাথেকে আরম্ভ হয়ে ছিল নুহ্ (আঃ) এর ঝড়?
এরকম আরো নানান প্রশ্নের উত্তর খোজার বা আপনাদের সেই সকল জায়গা দেখাবার একটি ক্ষুদ্র চেষ্টা করেছি মাত্র।
হযরত আদম (আঃ) এর পায়ের ছাপঃ
এটি হযরত আদম (আঃ) এর পায়ের ছাপ, যেটা শ্রিলংকায় পাহাড়ের চুড়ায় পাওয়া গিয়েছে।
এই সেই পাহাড়ের চুড়া যেখানে হযরত আদম (আঃ) এর পায়ের ছাপ পাওয়া গিয়েছে।
আম্মা হাওয়া (আঃ) এর কবরঃ
আম্মা হাওয়া (আঃ) এর কবর এটির অবস্হান জেদ্দায়।
হযরত আদম (আঃ) এর দুই পুত্রের কবরঃ
যেখানে খুন হয়েছিল হযরত আদম আঃ এর পুত্রঃ
এই সেই জায়গা যেখানে খুন হয়েছেন হযরত আদম (আঃ) এর পুত্র।
১। আবিলের কবরঃ
হযরত আদম (আঃ) এর পুত্রে আবিলের কবর, এটি পৃথিবীর সর্বপ্রথম কবর। যেটির অবস্হান জর্ডানে।
২। কাবিলের কবরঃ
প্রথম নবীর কবরঃ
ইসলামের ইতিহাসে প্রথম যে নবী এসে ছিলেন তার কবর এটি, উনি হযরত আদম (আঃ) এর পর প্রথম নবী হয়ে পৃথিবী তে আসেন। উনার নাম, হযরত ইউসি, আর ওনার কবরের আবস্হান জর্ডানে।
হযরত ইব্রাহিম-আল-খলিল(রাঃ) এর কবরঃ
হযরত ইব্রাহিম-আল-খলিল এর কবর। এটির অবস্হান ইসরাইলে।
হযরত লুত (আঃ) এর কবরঃ
হযরত লুত (আঃ) এর কবর এটি ইরাকে।
হযরত সালেহ্ (আঃ) এর কবরঃ
হযরত মুসা (আঃ) এর কবর। এর অবস্হান ইসরাইলে।
হযরত দাউদ (আঃ) এর কবরঃ
হযরত দাউদ (আঃ) এর কবর। এর অবস্হান ইসরাইলে।
হযরত মুসা (আঃ) এর কবরঃ
প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ) এর রওজা মোবারকঃ
বিবি আমিনা ( রাঃ) এর কবরঃ
বিবি ফাতিমা জহরা ( রাঃ) এর কবরঃ
বিবি খাদিজা ( রাঃ) এর কবরঃ
হযরত আবুতালিবের কবরঃ
প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ) এর চাচা হযরত আবু তালিবের কবর।
তুফান এ নুহ্ঃ
এই সেই জায়গা যেখান থেকে তুফান এ নুহ্ আরম্ভ হয়ে ছিল, আল্লাহর বানী অমান্য করার দায়ে এখান থেকেই সেই কাফির দের উপোর নেমে এসে ছিল চরম দুর্ভোগ, কিন্তু আল্লাহ তার ভাল বান্দাদের বাচিয়ে দিলেন নুহ (আঃ) সেই নৌকার মাধ্যমে।
নুহ (আঃ) নৌকা ঃ
ধারনা করা হয় এটি ই সেই নুহ (আঃ) এর নৌকার অংশ।
এই পোষ্ট টি কাউকে ছোট বা কাউকে বড় দেখাবার যন্য নয়, আমি কেবল ইসলামের ইতিহাসে রেখে যাওয়া ঘটনার অস্তত্য তুলে ধরার চেষ্টা করেছি।
আসুন আমরা সকল মুসলিম, নওমুসলিম ,অমুসলিম মিলে সুন্দর একটি পৃথিবী গড়ি।