
আপনার নাম কিং খান। দেশে দেশে কত মানুষ আপনাকে চিনে।কত ফ্যান আপনার। আপনাকে কত মানুষ ভালোবাসে। বাংলাদেশে এসে আপনি আমাদের চৌদ্দগুষ্টি উদ্দার করেছেন। আপনার ভালোবাসায় আমরা ধন্য।ষ্টেজে একের একের পর এক ছ্যাবলাকে এনে আপনি অপমান করছেন শালা ডাকছেন আর আমরা আপনার অপমানকে বিনোদন হিসাবে মেনে নিয়া ব্য ব্য করে হাসছি।
আপনি যখন ম্যাতকার করে আই লাভ ইউ ঢাকা বলছেন তখন উত্তরবঙ্গে আমার মা বাবা শীতের কাপড়ের অভাবে মৃতপ্রায়। খান সাহেব আপনি বোধহয় জানেন না আমার ছোট বোন কচুর লতি সিদ্ধ করে খাচ্ছে গত কয়েকদিন যাবত।আমার বাবা সেচের কাজ করতে পারেনা, আমার সন্তান পড়াশনা বন্ধ করেছে কারন কারেন্ট নাই, অথচ আজ আপনার ষ্টেজে আলোর কোন অভাব নাই। আপনি যাদের নিমন্ত্রনে এসেছেন তারা এদেশের শিল্পপতি। ১০০ টাকা বেতন বাড়াতে বললে যারা শ্রমিক নেতাকে হত্যা করে। পুলিশ দিয়ে ধর্ষন করে আমার শ্রমিকের স্বপ্ন।
আজ যখন টাকা গুনে নেবেন আপনি খেয়াল করবেন সেই টাকায় আমার কৃ্ষকের রক্তের ছোপ ছোপ দাগ। খান সাহেব আমার কৃ্ষকের রক্তের দাগ।
আজ ওই বুদ্ধিজীবিদের আমি আপনার অনুষ্ঠানে দেখছি যারা আমাদের দেশ প্রেমের কথা বলে দেখছি সেই সব নেতাদের যারা আমার ভোটে নির্বাচিত।
আপনাকে আমি কি বলবো বলুন অত যোগ্যতা কি আমার আছে?
তবে বুদ্ধিজীবী নামের ঐ ভন্ড গুলোকে বলতে চাই আর কোনদিন যদি আমাদের দেশ প্রেমের কথা শুনাতে আসো তোমাদের মুখে মুতে দেব, আল্লার কসম মুতে দেবো।
লিডারগন আর ভোট চাইতে আমার বাড়ীতে এসো টয়লেটের স্যান্ডেল এর একটা বাড়ি ও মাটিতে ফালামুনা।