আমার প্রিয় ৩ সেরা অভিনেতার কথা জনালাম। এসম্পর্কে আপনাদের মতামত জানার অভিপ্রায়ে।একমত বা দ্বিমত প্রকাশ করতে পারেন। অনুগ্রহ করে কোন বাজে মন্তব্য করবেন না।গতকাল একটি পোস্ট দিয়ে ছিলাম । কিছু মন্তব্য আমায় মর্মাহত করেছে , তাই -
যাক এবার মূল প্রসঙ্গে আসি ।
তাঁদের কেন সেরা মনে হয়?
কারণ এঁরা গ্রাম্য,শহুরে,চোর,পাগল,নায়ক,খল,নারী ইত্যাদি চরিত্রে সাবলীল অভিনয় করেছেন ও করছেন।
১ হুমায়ূন ফরীদি


২ জাহিদ হাসান


৩ মীর সাব্বীর


এছাড়া আরও অনেক গুণী অভিনেতা আছেন যেমনঃ
ফজলুল রহমান বাবু

চঞ্চল চৌধুরী গ্রাম্য চরিত্রে অসাধারণ।
আমি ভালকরেই জানি- এসব পোস্ট লেখার মত যোগ্যতা বা মেধা আমার মত নগন্য লোকের নেই। তবু আমার ভাললাগা গুলো সামুর গুণবান ব্লগারদের সাথে আলোচনা করার মানসে এই পোস্ট।
একটি ধাঁধাঃ বলুন তো -হুমায়ূন ফরীদি,জাহিদ হাসান ও মীর সাব্বীর,এই তিন জনের একটি বিষয়ে মিল আছে(ছিল) তা কি?