আফগানিস্তানের সেই অর্থমন্ত্রী খালেদ পায়েন্দা এখন আমেরিকান ক্যাপিটল ওয়াশিংটন ডিসিতে উবারের ট্যাক্সি ড্রাইভার।
এই সপ্তাহের শুরুর দিকে এক রাতেই খালেদ পায়েন্দা ছয় ঘন্টার কাজ করে ১৫০ ডলারের বেশি উপার্জন করেছেন। আগামী দুই দিনের মধ্যে আর মাত্র ৫০টি ট্রিপ সম্পন্ন করতে পারলে তিনি ৯৬ ডলার বোনাস পাবেন!
তালেবান ক্ষমতা গ্রহনের ১ সপ্তাহ আগেই তিনি আশরাফ ঘানি সরকার থেকে পদত্যাগ করে আমেরিকায় চলে আসেন।
৪০ বছর বয়সী খালেদ পায়েন্দা যখন আফগান অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তখন তার এই হাত দিয়েই একবার ৬ বিলিয়ন মার্কিন ডলার বাজেটের তদারকি করেছিলেন - সেই হাতেই এখন ব্লাক ট্যাক্সির স্টিয়ারিং!
সাবেক এই অর্থমন্ত্রী ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ’আমি আমার পরিবারকে সাহায্য করতে পেরে কৃতজ্ঞ। বর্তমানে আমার নিজস্ব কিছু নেই, কোথাও যাবার নেই। আমি এখানকারও নই সেখানকারও নই। এ বিষয়টি খুবই শূন্যতার জন্ম দেয়।
মানুষের ভাগ্যের লিখন বড়ই অনিশ্চিত ।
সংগৃহীত
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২২ রাত ১:০০