
স্বপ্ন শুধু দেখে মন
তোমার পানে অদৃশ্য আলিঙ্গন ।
ভালোবাসার অভিমান,
লাগে আজ বড়ই বেমানান
তবুও কেন করি অনুমান !
উদয়ের স্রোতে ভেসে, অস্তের তীর ঘেঁষে
বিশ্বাসের ভুল অংক বসে বসে কষে যাই।
বিষাদের স্বাদ নিয়ে তিক্ততার প্রতিশ্রতি...
তবুও সুন্দর সত্যে, মিথ্যে বসন্ত আসে,
কোকিলের মিষ্টি সুরের আর্তনাদের সর্বনাশে।
জন্ম নেয় নতুন জীবন আর আমার অমরত্ত
দিয়ে যাই আর্শিবাদ এই যে, মৃত্যু যে এক অমৃত ।
.............................. “সেভেন-পলি”