আমি ব্লগার না, কমেন্টবাজ। তারপরও একটা খাচরা ব্লগ পোস্ট করতে বাধ্য হইলাম। নাম উল্লেখ কইরাই আমার প্রিয় ব্লগার তীরন্দাজের একটা কমেন্ট দিছিলাম তেনার (রাগইমনের) পোস্টে Click This Link
তারপর, আমারে তার মনে হইলে গোলাম আজমের মতন। কমেন্টের মালিকের নাম উল্লেখ করার পরও আমারে কইলেন চোর
এইটারে কি কওয়া যায় হিংসুক, নাকি মতলববাজী।
এরা আসলে জেলাস জটিল চীজ পাবলিক। হিংসুক এই চীজগ্রুপ অন্যগ্রুপের বিপর্যয়ে পুলকিত হয়ে জস্টিফাই করে বিপর্যয়ের যৌক্তিকতা, বিপর্যস্ত-বিধ্বস্ত প্রতিপক্ষর চরিত্রনাশে হাতে-মুখে ফেনা তুইল্যা ফেলায় আর বিপর্যয়ের কারনরে মর্যাদা দেয় প্রোলেতারিয়েতের।
আরো কিছু মন্তব্য কপি করলাম এই খান থেইক্যা http://www.sachalayatan.com/faruk_wasif/22160 তার আর তার অনুগামীদের জন্য
*বিডিআর জোয়ানদের কর্মকান্ডকে প্রলেতারিয়েত বিপ্লবের কাছাকাছি মর্যাদায় বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন। একটা পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা ও তথ্য না জেনে আন্দাজে এরকম বিশ্লেষণ করাটা শুভলক্ষণ নয়। এরকম বক্তব্যকেই বলে হঠকারিতামূলক।
**সেই একই গৎবাধা ছকে ক্লাস, ক্লাস স্ট্রাগেল আর প্রলেতারিয়েতদের বিপ্লব নিয়ে এসে সব কিছু - এমনকি সন্ত্রাস, হত্যা, খুন রাহাজানিও -ব্যাখ্যা করার চিরন্তন প্রয়াস নেয়ার আগে ভবিষ্যতের দ্বান্দ্বিক বস্তুবাদী লেখকেরা আরেকবার ভাববেন বলে আমি মনে করি। পরে গণেশ উল্টালে কিন্তু সত্যই বোকা বনে যেতে হয়!
***বিদ্রোহ থেকে বিপ্লব হতে পারে- এটা ঠিক। কিন্তু যে-বিদ্রোহ বিদ্রোহই নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড মাত্র তা থেকে বিপ্লব জন্ম নেয় না। বিডিআর বিদ্রোহ কোনো পরিণতির দিকেই যায়নি। কারণ এটা বিদ্রোহ নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড মাত্র।।
****আমরা ঢাকার লোকজন (সাধারন ভাবে) বড়ই অদ্ভুত চরিত্রের। ধরুন রাস্তায় নিতান্ত অত্যাচারিত গরীব কাউকে দেখলে তাকে সাহায্য করতে মন উঠলে উঠে, আমরা করিও। আবার খুব দামী একটা গাড়ী সামনে দিয়ে হুস করে চলে গেলে নিজেকে মনে মনে ঐটার মালিক ভেবে স্বপ্ন দেখি, আবার সূযোগ পেলে ঢিল ও ছুড়ি।
আর যেই জন্য ব্লক খাইলাম; সুযোগ খুজতাছিল এই সেলিব্রেটি অনেকক্ষন ধইরাই:
আমাদের ঘরে ঘরে অনেক ধরণের, অনেক গড়নের, বিভিন্ন রঙের চশমা আছে। আমরা সেগুলো সময়বিশেষে, হাওয়ার দিক আর গতি পরখ করে পাল্টাই। বেশ আরাম হয়, নিজেকে বেশ বিবেকবান আর শক্তিশালী মনে হয়। দেখবেন, বাজারে চশমার দাম এই ক'দিনেই বেড়ে গিয়েছে বেশ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ রাত ১১:৩২