ষেই একাত্তরের আগে থেকে জামাতিরা জনগনের লাঠির বাড়ি খাছ্ছে; এইটার কোন শেষ নাইঁ। তখন ব্লগ ছিল না, ছিল না আজকের মত 'সুশীল।'
সুতরাং রাস্তায়, মাঠে ময়দানে জামাত দেখলেই বাঁশ নিয়া তাড়া। সেই মুক্তিযুদ্ধের শুরু থেকে আমাদের পূর্বসুরিরা শুরু করছেন, তাগো রক্ত আমাদের শরীরে, তাই জামাত দেখলেই হাত নিশপিশ করে।
ছবি পরিচিতিঃ
জানুয়ারী ১৯৭০: স্বাধীনতা, স্বাধিকার আদায়ের সংগ্রাম যখন তুঙ্গে তখন ঢাকার পল্টন ময়দানে ১৭ জানুয়ারী ছয় দফার বিরুদ্ধে এক জনসভার আয়োজন করলে বিক্ষুব্ধ জনতার সাথে জামাতের তুমুল সংঘর্ষ বাধে।
জামাতীদের সাথে সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা গভর্নর হাউজ সংলগ্ন পার্কের দেয়াল ভেঙ্গে ফেলে।
অবশেষে রণে ভঙ্গ দিয়ে জামাতীদের জুতা হাতে পল্টন ময়দানে হতে পলায়ন।
ঁকিন্তু তবুও রেহাই পেল না জামাতীরা। প্রচন্ড লাঠিপেটা খেয়ে জীবন্ত লাশ হয়ে ঘরে ফেরে অনেকে, কেউবা হাসপাতালে।ঁ
ঁঁ
কৃতজ্ঞতাঃ আফতাব আহমদ।

আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৪৯
আজ ২৫ রোজা।
এই তো সেদিন রোজা শুরু হলো। দেখতে দেখতে ২৪ টা রোজা শেষ হয়ে গেলো। সময় কত দ্রুত চলে যায়! আগামী বছর কি রমজান... ...বাকিটুকু পড়ুন
অবগুণ্ঠন (পর্ব ২)
অবগুণ্ঠন (পর্ব ২)
ওসির নির্দেশ মতো ডিউটি অফিসার রাঘবেন্দ্র যাদব লাশ পরিদর্শনের সব ব্যবস্থা করে দিলেন। গাড়ির ড্রাইভার সহ তিনজন কনস্টেবল যথাস্থানে তৈরি ছিলেন। বেশি সময় অপেক্ষা করতে হয়নি ওনাদের।খানিক বাদেই... ...বাকিটুকু পড়ুন
আগে বিচার , সংস্কার তারপরেই নির্বাচন
জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন এক ঝাক তরুনদের রক্তের উপড় দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একের পর এ জ্বালাময়ী কর্মসুচী দিচ্ছিল , তখন বিএনপির... ...বাকিটুকু পড়ুন
তথ্য এবং গুজব....
তথ্য এবং গুজব....
তথ্য নাগরিকের অন্যতম মৌলিক স্বীকৃত অধিকার। মানবাধিকারও বটে। যোগাযোগের অন্যতম প্রধান উপকরণ তথ্য মানুষের নিত্য সঙ্গি।
তথ্যের (Misinformation) ভুল, ত্রুটিপূর্ণ, বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য সমাজে ছড়িয়ে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
বডি সোহেলের মন ভালো নেই !
আমাদের জাতীয় নেতাদের বংশধরেরা বড়ই অদ্ভুত জীবন যাপন করছেন। তাদের বাপ চাচাদের মধ্যে মত-বিরোধ থাকিলেও একে অপর কে জনসম্মুখে অপমান করেন নাই। এক্ষেত্রে নেতাদের প্রজন্ম পূর্বপুরুষ দের ট্রাডিশন ধরে রাখতে... ...বাকিটুকু পড়ুন