প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে ব্লগারগণ আজকের আড্ডায় ঝাপিয়ে পড়েছিলেন। আজকের আড্ডার বিশেষ চমক জানা আপু এবং আরিল ভাইয়ের হঠাৎ আড্ডায় উদয় হওয়া। প্রায় ৫০ জন ব্লগার আড্ডায় এসেছিলেন।
যারা আড্ডায় এসেছিলেন:
জানা আপু, আরিল ভাই, ক্যামেরাম্যান, কালপুরুষ, দূর্ভাষী, বৃত্তবন্দী, সবারপ্রিয়, সুনীল সমুদ্র, লালসাগর, তাজাকলম, বোহেমিয়ান কথকতা, শেখনা, দুরন্ত স্বপ্নচারী, স্বপ্নকথক, ইউসুফ, জোকার৬৬৬, টিনটিন, বাংলাদেশ সাইকেল ভ্রমনকারী, মোজাম্মেল প্রধান, সায়ম মুন এবং আরও অনেকেই। যাদের নাম মনে নেই বা লেখা হয়নি তারা দয়া করে জানিয়ে যাবেন।
১. আমাদের জন্য পদ্ম সজ্জিত ছবির হাটের উঠোন
২. পদ্ম দীঘিতে এক পরীর ক্যাট ওয়াক
৩. কোন দীঘির জল জানিনা তয় পদ্মদীঘির হইতারে
৪. আর্টিষ্টিক ব্যাপার স্যাপার আই কিছু কইতে পারুম না। বুইঝা লইতে হইবেক
৫. ছবির হাটে আমগো জন্য টানানো ফটোক
কলস কান্ধে গায়ের বধু
এক চাচায় কি জানি বাজায়
পুরাটাই কৃষ্ণ বাছুর
রঞ্জিত কর্ম্মকারের --পঙ্খি
আড্ডাবাজদের ফটোক
৬. প্রথ্থম দিকে আসা আড্ডাবাজগণের ফটোক
৭. মুরুব্বী ব্লগারগণ
৮. আবারও মুরুব্বীদের দেখা যায়। আর একেবারে ডানের জন আমার ব্লগের দাদা ভাই।
৯. একেকজন উড়াধুরা মুডে আছেন
১০. আজকের আড্ডার চমক: জানা আপুর আরিল ভাইকে নিয়ে হঠাৎ আগমন
খাই দাই পর্ব
১১. জানা আপু পুরা ঠোঙ্গাটাই কাইরা লইল
১২. ইস একেক জন কতদিন যেন খান্নি আড্ডায় খাবেক বলে। চিবানো বাদ দিয়া খালি গিলতাছে আর গিলতাছে
১৩. ঠান্ডায় একেক জনের যে অবস্থা লাল চা না খাইলে হয়
আলাপ-আলোচনা/ ভালোচনা পর্ব
১৪. জানা আপু-আরিল ভাই বনাম কালপুরুষদা।
১৫. ভালোচনা চলিতেছে আরিল ভাইয়ের সঙ্গে দু'জন ব্লগার।
১৬. আরিল ভাই এবং সুনীলদার মধ্যে ভালোচনা।
১৭. জানা আপুর সঙ্গে ব্লগারগণ গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত।
১৮. আবারও জানা আপুর সঙ্গে ব্লগারগণ গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত।
১৯. ব্লগারদের মধ্যে ভেরী গুরুত্বপূর্ণ আলোচনা চলছে
আড্ডার মজাক পর্ব
২০. মজাক পর্ব-১
২১. সেইরাম মজাক পর্ব-২
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১১ রাত ১১:০২