দৃশ্য ১ –
মগবাজারের হুজুরে আলার ছাগু দপ্তর ………হুজুর দুপুরে বসে বসে শিলা কি জওয়ানির লেটেস্ট এইচ ডি ভিডিও দেখছেন এমন সময় এক গেলমান এর আগমন ।
গেলমান – (দরজায় খট খট শব্দ করবে)হুজুর আমি ছামছু , রগকাটা ছামছু।
হুজুর- (তাড়াহুড় করে পিস টিভিতে জোকার নালায়েক এর ভাষণ চালু করবেন )আয় ছামছু ভিতরে আয়!
গেলমান – হুজুর কাহিনী তো একটা ঘটে গেসে!
হুজুর – কি কাহনী রে , আড়চোখে টিভির দিকে তাকিয়ে শান্তিতে প্রশ্বাস ফেলল ,যাক চ্যানেল তাহলে পরিবর্তন হইসে
গেলমান – মেহেরজান নামে কি একটা মুভি বানাইসে সেখানে দেখাইসে আমাদের পাকিস্তানের আব্বাদের সাথে এক মেয়ের মিল মহব্বত চলতাসে …...............দেখাইসে ............
হুজুর – কস কি ? তাই নাকি , আহারে আমার ও একখান আসিলো উমরজান …………..আহ ! আহ!! আহ!!! উমরজান ………..হুজুর লুঙ্গির চিপা শক্ত করে জাকিয়ে ধরবেন ..................গেলমান চকচকে দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকবে।
দৃশ্য২ –
জীবনে সজিব কোনদিনও কোন চলচিত্র দেখেনি , হয়তো বাংলা চলচিত্রের ধারনা সম্পর্কে তার বিরুপ ধারনাই এর প্রধান কারণ ।তবে বন্ধুদের সাথে এবার প্রথম বারের মত গেরিলা মুভি টা দেখতে যাবে। এবং দেখতে গিয়ে সে অবাক হল টিকিটের জন্য এতো মানুষের লাইন এখানে ………
মুভি দেখার পর একবন্ধুর জিজ্ঞাসা কিরে কেমন দেখলি
সজিব – স্বগোক্তি...... “ওই রাজাকার গুলা যেমন করে মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার করেছে ,জবাই করেছে সেভাবে আমি তাদের কে জবাই করতে পারতাম ।”
এসময় দুর্ভাগ্য বশতই হয়তো পাশ দিয়ে হেটে যাচ্ছিল হুজুরে আলা । বিকালের সময় নামাজ পড়ে হাটার নাম করে এলাকার চারপাশের ছাদে বারান্দায় না তাকালে উনার আবার সাধ মিটে না। তার কানে গেল কথা টা ।
নিজের অজান্তেই গলায় হাত চলে গেল তার । খুক খুক করে কাশা শুরু করতে লাগলো সে ………………তাড়াতাড়ি অজানা কোন এক কারণে কিসের ভয় পেয়ে যেন বাড়ির দিকে হাটা দিল …………
দৃশ্য ৩ –
ছাগসমাবেশ -২০১১
প্যান্ডেল বসা নেতারা বেশির ভাগের নতুন নতুন চেহারা কারণ তাদের আব্বুরা বেশির ভাগই এখন কারাগারে …………………….
জনৈক নেতা বকতৃতা করছেন
ছাগনেতা – আমার বীর মুজাহিদ ভাইয়েরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমাদের প্রহসন মুলক বিচারর বন্ধের দাবিতে বাজারে কৃত্রিম ডিম সংকটের ব্যবস্থা করবেন ……………….আমাদের নেতারা ক্রমাগত ডিম থেরাপি খেতে খেতে শীৎকার করতে করতে অসুস্থ হয়ে পড়ছেন ……….
গেলমান না সবাই একে অন্যের দিকে চাইবে ,একি কয় হুজুরে ……..এবারের পেমেন্ট এর ব্যাপারে কিছু কয় না কেন?
দৃশ্য ৪ –
একটি মেস ঘর ,সেখানে টেবিলে বসে ডেক্সটপ ও ল্যাপটপ নিয়ে বসে আছে কিছু যুবক ,পিসি তে সামু ব্লগ খোলা
পেইড ছাগু ব্লগার(১)-হঠাৎ একজন বলে উঠলো , ইয়েস
পেইড ছাগু ব্লগার(২)- কি হইসে রে , আবার কেউ আদর করে গদাম দিসে নাকি কাঁঠাল পাতা দিসে?
পেইড ছাগু ব্লগার(১)-আরে ব্লগের অমুখ হিট ব্লগার কে আমাদের দিকে নিয়ে আসছি ,এখন বুঝবে আমাদের শক্তি কত
পেইড ছাগু ব্লগার(৩)-ধুর ! খাইসি ধরা!
পেইড ছাগু ব্লগার(১) ও পেইড ছাগু ব্লগার(২) (একত্রে) -কি হল?
পেইড ছাগু ব্লগার()-আরে আমার ওই ৭ নং ছাইয়া নিক টা ধরা খাইসে ,এইটা দিয়া কতজনের পোষ্টে কত কমেন্ট করসিলাম …… কত্ত লুলামি করসিলাম
এমন সময় রুমে প্রবেশ করবেন হুজুরে আলা উরফে গো আ ,সাথে থাকবে তিন কোনা ও স্পেলু
গেলমান রা সবাই উঠে দাঁড়াবে।
গো আ – তা তোদের কাজ সব চলছে তো , গেলমান (১) কে উদ্দেশ্য করে “জাফর ইকবালের ব্যাপারে আর কিছু বের করলি ? “
গেলমান (১) – হাত কচলাতে কচলাতে ,ফটোশপের কাজ চলছে হুজুর দেখি নেক্সট আরেকটা লেখা দিলেই শুরু কইরা দিমু
গো আ – সুবানাল্লাহ! তার পর কি মনে পড়লো এই ভেবে বলবে যাই হোক জেলের গিয়ে থেরাপী খাওনের আগে একটা ভালা সংবাদ শুনলাম ।এবার তোমাগো লগে আমাদের নতুন মুজাহীদিন দের পরিচয় করিয়ে দেই এই হল তোগো নয়া উস্তাস তিনকোনা আর স্পেলু এখন থেকে এরাই তোমাগো ব্লগ সম্পর্কে ট্রেনিং দিবো তাগো দিকে একটু খেয়াল রাইখো । বলে চোখ টিপ দিবে।
গেলমান দের চেহারা অন্ধকার হয়ে যাবে।
গো আ প্রস্থান করবেন , ভিতরে থাকবে শুধু তিনকোনা স্পেলু আর গেলমান রা ,লাইট নিভে আসবে, অন্ধকার থেকে গেলমান দের শীৎকার শুনা যাবে “আউক্কক………..”
**যারা এই পোষ্টে গালাগালি করবেন তাদের নাটকে বিনা অডিশনে কাস্ট করা হবে .........