বর্তমান
জীবন এখনো কিছুটা রয়ে গেছে
সিগারেটের ধোঁয়ায়,লালরঙ্গা মদের গেলাসে
রয়ে গেছে নিজের উপর ঝেঁকে বসা মাঝরাতের অন্ধকারে,
আর সেই অন্ধকার ফুরে আসা দু তিনটি নিয়ন আলোর বাতিতে
কিছুটা জীবন এখনো খুজি
আয়নায়,নিজের ছায়ায়
বাকি সবই ক্লান্ত ভীষণ,আমার মতই......
অতীত
যে যার মত হারিয়ে দিয়েছে আমায়
আমিও হেরেছি নিজের মতন
সময়, সমাজ আর মানুষের কাছে
ভবিষ্যৎ
নিজেকে এবার কিছুটা রেখে দাও
নামহীন কোন পাখির জন্য
রেখে দাও রাতের আঁধারের
গণিকার উৎসুক কণ্ঠের জন্য
ভালবাসার আবদার নয়,ওখানে জীবন পাবে...