যে আগুন লেগে গেছে আদিগন্ত
মধ্যবিত্ত যুবক,
আমি তোমাকে দাঁড়াতে বলিনি,শিখতে বলিনি শীতাতপ নিয়ন্ত্রিত চারদেয়ালের মাঝখানে হয়ে যাওয়া নাটুকে সব শিষ্টাচার।আমি চাই ওসব দেখে তোমার বুকে জ্বালা ধরে যাক,আরও তুচ্ছ মনে হোক তোমার পায়ের নীচের মাটিটুকুকে।আভিজাত্যের রঙ দেখে তোমার অস্তিত্ব বিব্রত হোক ।তোমার দৃষ্টি সীমারেখা পেরিয়ে নীলরঙা মায়াবী চোখের মেয়েটি যে ক্যাফেতে ঢুকে গেল,তুমি তার ভেতরটা... বাকিটুকু পড়ুন