আমার নাবিকমন আমায় কখনো ছুটি দেয়নি।খুব শীতের সকালে জাহাজের ডেকে দাড়িয়ে আপাদমস্তক কুয়াশামোড়ানো সমুদ্র দেখার লোভ যেমন আমি কখনো সামলাতে পারিনি তেমনি তীরে ফিরে গিয়ে আবার এই জনমানবহীন জলের পৃথিবীতে পাগলা বাতাসের সাথে নিজের প্লেটোনিক ভাবটাকে ফিরে পাওয়ার জন্য হাঁসফাঁস করি দিনরাত।
আজ হাওয়ার রাত,গভীর এলোমেলো হাওয়ার রাত।রাতের এই নির্জন ভাবটা আমার সাথে চিরকাল ই কেন যেন অদ্ভুতভাবে মানিয়ে যায়।এই অচেনা বন্দরে আজ বাতির মেলা,লন্ঠনের আলো গুলো দুলে দুলে উঠে।ডেকে দাড়িয়ে এই তীরগুলোর ব্যাস্ততা আমার অবাক লাগে।একটু বাতাস আর ঝড়েই ওই তীরে কেমন যেন সব ব্যাস্ত হয়ে উঠে,মানুষের ছুটাছুটি বেড়ে যায়,বাতিগুলো নিভে আসতে চায়,সস্তা ব্যানারের কাপড়ে টাঙ্গানো দোকান গুলো ভেঙ্গে পড়তে চায়।এই রাতের জাহাজে দাড়িয়ে ওসবে আমার কখনো অরুচি হয়না,তবে ওসবের কাছে গেলে সব কিছু ঘোলাটে মনে হয়,মনে হয় সাগরের তীর থেকে ভেতরের দিকটাতে গেলে জীবনের হিসাবনিকাশ গুলো জটিল হতে থাকে।
নাবিক মন আমায় কখনো ছুটি দেয়নি,দেয়না।আমি বোধহয় এইজন্মে নাবিকই হতে চেয়েছিলাম।