
কাল চোখে মুখে
মিশরীয় প্রাচীন হাওয়া লেগেছিল
আমি চোখ বুজে নিঃশ্বাসে টেনে নিয়েছিলাম
সেই হাওয়া
তোমার শঙ্খশরীর ডুবেছিল আদিগন্ত যে হিমবাতাসে
গাঢ় আঁধার ছিল আমার চারপাশে,আমার বুকের ভিতর
এই ধু ধু প্রান্তরে ত্রিকোণ স্তম্ভগুলোর খুব কাছাকাছি
চলে গিয়েছিলাম আমি
নেফারতিতি !!
আমি চলে এসেছি
চলে এসেছি প্রায়...
এই নীলনদ খুব চেনা আমার
আমি কাল রাতে
হেঁটে গিয়েছি নীলনদের তীর ধরে
যেখানে ছিলে তুমি,
আকাশ বাতাস কাঁপিয়ে যে তীরে হেসেছিলে
দুর্বোধ্য হাসি
আমার স্বপ্নেরা এখানে রাতদিন ভ্রমন করেছে
আমি এপাশ ওপাশ সব ঘুরে
সেই প্রাচীন শত্রু পুরোহিতদের খুঁজেছি
সেখানে কেউ ছিল না,কেউ না
কোন পুরোহিত নয়,তুমি নও
কোন প্রাচীন হাওয়া এতটুকু লাগেনি গায়ে
আবার আঁধারে ক্রমশ নিঃস্ব হয়ে যাই আমি...
নেফারতিতি!!নেফারতিতি!!!
এই ঘুম ভেঙ্গে গেলেও তোমাকেই যে চাই......