(সামান্য শিক্ষানবিশ শিক্ষানবিশের অপচেষ্টা মাত্র,
এডিটিংটাও জানা হল না)
উৎসর্গ----- সামুর--------গুরুজী ,জাহিদুল হাসান , নিদাল , রাষ্ট্র প্রধান ও আর.এইচ.সুমন এবং দেশে বিদেশে স্বীকৃত ও স্ব-পেশায় প্রতিষ্ঠিত আমার কয়েকজন সুহৃদ্ ফটোগ্রাফার।
কৃতজ্ঞতা আকণ্ঠ সবাইকে।
যাদের কথা কখনও ফেলার নয় এমন কয়েকজনের ডাকে সুন্দরবন ভ্রমণের সিদ্ধান্ত নেই হঠাৎ করেই। ওঁরা ঢাকা থেকে আর আমি আমার গ্রাম থেকে গিয়ে খুলনায় অপেক্ষমান জাহাজে মিলিত হলাম , পাশাপাশি
কেবিনে। আমার জন্য বনোপযোগী সব কিছুই ওঁরা নিয়ে এসেছে প্রায় কাঁধে বহন যোগ্য ক্যামেরা সহ।
আমি আমার খেলনা ক্যামেরায় তোলা কয়েকটি ছবি দিচ্ছি মাত্র
হাজার কয়েক ছবি থেকে। বন্য প্রাণী নয় শুধুই প্রকৃতিকেই আমি যে
ভাবে পেয়েছি।
মামা দেখা দেননি ভয় পাব ভেবে , তবে দূত পাঠিয়ে ভালোবাসা
জানিয়েছেন। বাঘ মামা আবার আসতেও বলে দিয়েছেন।
কথা দিয়েছি আসব আবার ভালোবেসে এই অরণ্যানীকে।
হয়ত এই বেশে বা অন্যভাবে- আসব এই সবুজেরই মাঝে।
এভাবে শেষ হতে পারত এই সাধের ভ্রমণ, এমনই হয় প্রায় সবার
কিন্তু আমাদের হয়নি.....................
চলবে.................
দূর্গম - ১
দূর্গম - ২
শাখা প্রশাখায়
অদ্ভুত সুন্দর - ১
অদ্ভুত সুন্দর - ২
বন্যেরা বনে
সিডর - ১
সিডর - ২
একাকী
ভয়
অস্তাচলে - ১
অস্তাচলে - ২
আগামী
নীলাচল
উড়ে চলা
বারবিকিউ