সর্ব প্রথম কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করছি আমাদের সৃষ্টিকর্তার কাছে। অতঃপর কৃতজ্ঞতা জানাচ্ছি টেকটিউনস কে। তারপর টিউনারদের যারা জুমলা এবং ফ্রিল্যান্সিং নিয়ে বিভিন্ন টিউন করেছেন। যাইহোক, কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব। তার আগে কিছু কথা বলে নেই। এ সাইটি তৈরী করতে যত কিছু জানতে হয়েছে তার ৯০ % টেকটিউনস্ থেকে আর বাকিটা আমার পরিশ্রম বলতে পারেন।
সাইট টি হচ্ছে http://www.mybd24.com সাইটটির যাত্রা শুরু গত মাস থেকে। এ সাইট থেকে আপনারা রিজুম সাপোর্ট সহ Movie Download করতে পারবেন। সাইটটিতে অনেকগুলো ক্যাটাগরি আছে। সাইটটিতে আপনারা যে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করতে পারেন।
সাইটটি যদি আপনাদের ভাল লাগে এবং আপনারা যদি চান কিভাবে সাইট টি তৈরী করা হয়েছে বা কিভাবে আপনারা এ ধরনের সাইট তৈরি করবেন তবে আমি শিঘ্রই এ ব্যপারে চেইন টিউন করব। এটা নির্ভর করবে আপনাদের উপর, কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ফেজবুক পেজে লাইক করতে পারেন আপডেটের জন্য।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।