.
.
.
চার
.
.
.
তিন
.
.
.
দুই
.
.
.
এক
অপেক্ষার প্রহর শেষ, এবার মোড়ক উন্মোচনের পালা, প্রাণ ভরে হাসার পালা........
আসছে ২০ শে ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় একরাশ হাসির পরশ নিয়ে শুদ্ধস্বর থেকে প্রকাশিত হতে যাচ্ছে সামহোয়্যার ইন ব্লগের নির্বাচিত রম্য সংকলন "অপর বাস্তব ৬"।
রম্য রচনায় বাঙালীর মুন্সিয়ানার ছাপ নতুন করে বলবার কিছু নেই। রাজা বাদশাদের যুগের গোপাল ভার, বীরবল থেকে শুরু করে সৈয়দ মুজতবা আলী, হালের আহসান হাবীব, লুৎফর রহমান রিটন, আনিসুল হক সহ অনেকেই রয়েছেন, যদিও সংখ্যায় খুব বেশি নয়। আমরা আশা করি ব্লগের বিকল্প ধারার এই রম্য লেখকগন এক সময়ে কান্ডারী হবেন এ যুগের।
বর্তমান সময়ের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অবস্থা ও অসংগতি, সাহিত্য থেকে শুরু করে প্রাত্যহিক জীবনের খুটিনাটি কিছুই রেহাই পায়নি আমাদের তুখোড় এসব রম্য লেখকগনের হাত থেকে। আমরা প্রতিটি লেখা পড়েছি, পাঠকদের মতামত গুলোও দেখেছি এবং চেষ্টা করেছি সব চাইতে সেরা লেখা গুলো দু' মলাটের মাঝে আটকে ফেলে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে।
প্রায় হাজার খানেক লেখার মাঝ থেকে সেরা পচিঁশটি লেখা খুজে বের করার কাজটা বেশ জটিল ছিল।এক্ষেত্রে বিষয় বৈচিত্র্য, লেখার পরতে পরতে রসবোধ, রম্য নির্মানে বুদ্ধিদীপ্ত চিন্তাশীলতা সবকিছু মিলিয়েই বিচার করতে হয়েছে সেরা লেখাগুলো।
তবে অনেক গুনী রম্য লেখকের লেখা আমরা এই সংকলেন সম্পৃক্ত করতে পারিনি মনোনয়ন না দেবার কারণে, সেই অনিচ্ছাকৃত অসম্পূর্ণতার জন্য আগে থেকেই আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করে নিচ্ছি।
এখন তাহলে দেখে নেই আমাদের সেই সব রম্য লেখকদের, যাদের দম ফাটানো হাসির সব লেখা নিয়ে এবারের অপর বাস্তব ৬ ....
১। বিনা দাওয়াতে বিয়ে বাড়ির ভোজ খেতে পটু ইনকগনিটো।
২। রম্য রচনায় নোবেল প্রাইজের ভবিষ্যত দাবিদার আলিম আল রাজি।
৩। এক টিকিটে দুই ছবি শুনেছি কিন্তু দুই টিকিটে হাফ ছবি দেখেন; আশীফ এন্তাজ রবি।
৪। নামে এবং কাজেই যার পরিচয়, সেই দূর্যোধন।
৫।অযুত ।
৬। ইংরেজীতে ঝগড়া করায় বিশেষ ওস্তাদ উম্মে মারিয়াম।
৭। চিত্রপরিচালক পাহাড়ের কান্না।
৮। পার্টটাইম গোয়েন্দা উপদেষ্টা সবাক।
৯। বিবাহিত শামসীর।
১০। ব্যাচেলর চতুরঙ্গ।
১১।উত্তর আধুনিক রম্য লেখক হাসান মাহাবুব।
১২।জৈয়।
১৩। ডিজুস ত্রিনিত্রি।
১৪। রূপসচেতন ব্লগার, কালীদাস।
১৫। কবি মামু সায়েম মুন।
১৬।হার্ডকোর ব্লগার, প্রজন্ম ৮৬।
১৭।মোজাফফর।
১৮। প্রেম বিশারদ শামীম শরিফ সুষম।
১৯।মোবাইল চক্রে আটকে পড়া ব্লগার, কথক পলাশ।
২০। ইসমনিয়ায় আক্রান্ত সমুদ্রকণ্যা।
২১। ছবি কেলেংকারীতে ফেঁসে যাওয়া ডিসকো বান্দর।
২২। পরীক্ষা বিড়ম্বনায় ব্লগার তেরো।
২৩।কাক নং ৭৯৯ ওরফে নাসিফ চৌধুরী।
২৪।ফেসবুক গবেষক নোমান নামি।
এবং
২৫। নোবেল বিজয়ী টিপু
এবারের অপর বাস্তব তাকেই উৎসর্গ করা হয়েছে।
আশাকরি ভাল লাগবে সবার।
প্রিয় সহব্লগারগণ আগামী ২০ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টায় 'শুদ্ধস্বর' স্টলের (৪৪৪-৪৪৬)
সামনে মোড়ক উন্মোচিত হতে যাচ্ছে আমাদের সামহোয়ার ইন পরিবারের লেখকদের রম্য সংকলন "অপর বাস্তব ৬"।
সেই সাথে সেদিন শুধু আপনাদের সাথেই কথা বলতে অনুষ্ঠানে উপস্থিত থাকবে রেডিও পার্টনার "রেডিও ফূর্তি"।
সম্পাদনা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি অনাড়ম্বর অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার জন্য।
সবাইকে বসন্তের শুভেচ্ছা
ফেইসবুকে অপর বাস্তব
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৫