আজকে আমি যে গেমটি শেয়ার করছি তার নাম হলো সী-ফোর্স। স্ক্রলিং আর্কেড স্ট্যান্ডার্ডের গেমটি কিছুটা প্রফেলনাল কোয়ালিটি ছিলো বলে আমার ধারণা। গেমের ভিডিও দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে।
স্টেজ - ১:
স্টেজ - ২:
স্টেজ - ৩:
স্টেজ - ৪:
স্টেজ - ৫:
গেম ওভার এনিমেশান:
আডেল গেম অটো ডেমো:
২০০৩ সালে বাংলাদেশী গেম ইঞ্জিনে নির্মিত গেমটি তেমন জনপ্রিয়তা পায়নি। জনপ্রিয়তা না পাওয়ার কারনগুলো নিম্নরুপ:
১. হাইপার থ্রেডিং প্রসেসরে গেমটি না চলা।
২. অরিজিনাল সিডি ছাড়া গেমটি না চলা।
৩. উইন্ডোজ ভিস্তা বা উইন্ডোজ সেভেনে চলে না।
৪. গেম সিডির মূল্য ২০০ টাকা যেখানে ৩০ টাকায় নিড-ফর-স্পিডের মতো আন্তর্জাতীক মানের গেম অহরহ পাওয়া যায়।
৫. থ্রিডির ভিড়ে টুডি গেমের বাজার হারানো
তবে গেমটি দেশের বিভিন্ন কম্পিউটার ফেয়ার, বানিজ্য মেলা, সিংগাপুর গেম শো তে প্রদর্শীত হয় এবং সুনাম বয়ে আনে। গেমের ইঞ্জিন, গ্রাফিক্স, স্টেজ ডিজাইনার, সাউন্ড, মিউজিক সব কিছুই বাংলাদেশী কলাকুশলীগন নির্মান করেন।
গেম রিভিউ কেমন লাগলো জানাবেন...
ধন্যবাদ