সংক্ষেপে পাবলো পিকাসো হলেও তাঁর পুরো নামটা অনেক বড়- পাবলো দিয়েগো জোসি ফ্রান্সিসকো ডি পলা জুয়ান নেপোমুসিয়ানো মারিয়া ডি লস রেমেদিয়স সিপ্রিয়ানো ডি লা সান্টিসিমা ট্রিনিদাদ ক্লিটো রুইজ ই পিকাসো!
তিনি বিংশ শতাব্দীর একজন আলোড়ন সৃষ্টিকারী চিত্রশিল্পী ছিলেন। জন্মগ্রহণ করেন স্পেনে। শৈশব থেকেই ছবি আঁকার প্রতি ছিল তাঁর অসীম আগ্রহ। এমনকি তাঁর মা'এর মতে, তিনি প্রথম যে শব্দটি বলা শেখেন তা হলো- "piz, piz" যা স্প্যানিশ lápiz এর সংক্ষিপ্তরূপ, যার অর্থ হলো পেন্সিল! মাত্র সাত বছর বয়স থেকেই তিনি তাঁর পিতার কাছ থেকে ড্রইং-এর উপর বিশেষভাবে তালিম নেয়া শুরু করেন। তাঁর পিতা, জনাব রুইজ, নিজেও একজন বিশিষ্ট চিত্রশিল্পী ছিলেন।
১৮৯৫ সালে তাঁরা স্বপরিবারে বার্সেলোনায় বসবাস শুরু করেন। সেখানে স্কুল অব ফাইন আর্টস-এ ভর্তি হন পিকাসো। পরবর্তীতে ১৯০০ সালে তিনি প্যারিসে পাড়ি জমান এবং সেখানেই তিনি জড়িয়ে পড়েন সাংস্কৃতিক আন্দোলনের সাথে। এঁকে ফেলেন বিখ্যাত সব ছবি। জার্মান বোম্বিং বিমানের আক্রমনে বিধ্বস্ত শহর গুয়ের্নিকার ওপর বিখ্যাত চিত্রকর্ম গুয়ের্নিকা ছবিটির কাজ ১৯৩৭ সালে শেষ হয়। তাঁর চিত্রকর্মগুলোর মধ্যে উল্লেখ্য যোগ কয়েকটি হলো: ব্লু নুড, ল্যা ভিয়ান্দ দ্য অল্ড গিটারিষ্ট, থ্রি উইমেন এট দ্যা স্প্র,দ্যা পাইপস অব প্যান।
তিনি যা বিশ্বাস করতেন তা হলো- "Whenever I wanted to say something, I said it the way I believed I should"






ভ্যানগগের আঁকা কিছু সেল্ফ পোট্রেট
লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা কিছু সেল্ফ পোট্রেট