অরুণিমা---- বড্ড ইচ্ছে করে জীবনের ছকগুলো পাল্টে ফেলতে-----
জীর্ণ পঙ্কিলতায় ছেঁচড়ে আসা পথগুলোর একঘেয়ে ক্লান্তি মুছে ফেলতে।।।
ভীষণ ইচ্ছে করে ২১ বছরের মায়াবী চোখে তোমাকে দেখতে,
যে চোখ ধ্বসে যেতে দেখেনি স্বপ্নের প্রাসাদ
যে চোখ কাঁদেনি কখনো কারো ফেলে যাওয়া পথ চেয়ে----
অরুণিমা---
খুব ইচ্ছে করে তোমার প্রথম স্বপ্ন হতে,
তোমার চোখের কাজল এনে, প্রথম আমার রাত সাজাতে----
মেহেদীরাঙা হাত দুটোয় প্রথম আমার নাম রাঙাতে
নিস্ফল এক আস্ফালন চিঁড়ছে আমায় অরুণিমা---
অস্পৃশ্য বছরগুলো, পরজীবির মত ধুঁকে ধুঁকে বেঁচে থাকার সময়গুলো---
ধুসর অতীতে যেয়ে চুপিসারে,
মুছে দিয়ে আসি অসহ্য মুহুর্তগুলো,
কোন এক অদৃশ্য ইরেজারে।।।
অরুণিমা----
আমি উপভোগ করতে চাই স্মৃতিভ্রংশের যন্ত্রণা।
মস্তিষ্কের ধুসর কোষগুলোয় চাই শুধুই তোমার পদচারণা।।।
এবার সবে একুশ হলাম--- তোমার আমি অরুণিমা--- শুধু তোমার জন্য জন্ম নিলাম।।।