সপ্তরথী জীবনের আজ অমোঘ টানাপোড়ন
রান্নার তরকায় তেল, নুন আর পাঁচফোড়ন
যাপিত দিনলিপির নানা আয়োজন
আত্মসখা- আজ তোমায় বড়ই প্রয়োজন।
মাতৃ-জঠরের অস্পৃশ্য বারিতে নিমগ্ন সত্তা
আদিম আতঙ্কে কুঁকড়ে থাকা মনের অলিগলি
রক্তে রক্তে ছুটে বেড়ানো দুর্দম্য এড্রেনালিন
মৃত্যুঞ্জয় চিত্ত চায় তোমাতেই সমর্পণ।
তোমাতেই বন্দী, তোমাতেই মুক্তি, তোমাতেই অলৌকিক তৃপ্তি
বুকপকেটে জমিয়ে রাখা স্বপ্ন, মানিব্যাগের কোটরে লুকানো কষ্ট
নোঙর ফেলা বালুকাবেলায় তোমার আমার অপার অস্তিত্ব
আত্মসখা- তোমার নির্ঘুম রাতের ত্রাহি হৃদ-স্পন্দন।
উত্তাল জোছনায়, আলো-আলতায় সুপ্ত অমনিবাস
সমর্পিত তোমাতে আজ আমার সম্পূর্ণ অস্তিত্ব
ক্ষিপ্র একিলিসের তীরের মতো বৃষ্টির দীর্ঘশ্বাস
চাতকের চোখে তাই চেয়ে দেখি আজ মেঘলা আকাশ।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০২