কিছু বই পোকাদের
কিছু বই খোকাদের
কিছু বই বইপোকাদের
বইপোকাদের তৈরি একটি স্লোগান। সত্যিই বইটা বইপোকাদের জন্য। আর তরুণ্য উদ্যমী কিশোরদের জন্য। যারা দেশকে নিয়ে ভাবেন। চিন্তা করেন আধুনিক উন্নত সমাজের।
ছয়জন কিশোরের অসাধারণ কিছু কর্ম চিত্রিত হয়েছে। রিভিউয়ের ছোট্ট কথায় সেটা তুলে আনা সম্ভব নয়। তবে গল্পটাতে পাবেন একই সঙ্গে আনন্দ, বিনোদন, এ্যাডভেঞ্চার এবং পৃথিবীতে নতুনভাবে বেচে থাকার প্রেরণা, নতুন কিছু করার প্রেরণা।
সামুর ব্লগারদের অনুরোধ রইল বইটা পড়ার। ব্যক্তি দেখে নয়, বইটার ম্যাসেজটার জন্যই এ অনুরোধ।
আশা করি বইটা পড়ার পর আপনি নিজেই তা অনুভব করবেন, এবং অন্যকে পড়ার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।
বইটি প্রকাশ করেছে : আদর্শ
মেলায় স্টল নং : ২৭৭
(সোহরাওয়ার্দী উদ্যান অংশের প্রবেশ মুখের প্রথম স্টল)
ক্রয়মূল্য : ১০০ টাকা