বাবা হওয়ার প্রথম কাজটিই এখনো সম্পন্ন করা হয়নি। তাই স্বাভাবিক ভাবেই জানার কথা নয়, প্রথম বাবা হওয়ার আনন্দ কেমন। তবে যেহেতু এসব নিয়ে পড়া হয়েছে অনেক, তাই ছোট কথায় বলতে পারি, প্রথম বাবা/মা হ্ওয়ার চেয়ে পৃথিবীতে আনন্দের আর কিছু নেই....
আমাদের প্রিয় ব্লগার সুপান্থ সুরাহী আজ সকাল ৫ টায় (২২ জানুয়ারি) বাবা হয়েছেন। তাদের কুল জুড়ে এসেছে ফুটফুটে এক সন্তান... (নির্ভরযোগ্য এমনকি বিশ্বস্ত সব সূত্রই এ খবর নিশ্চিত করেছে)
পোস্টটি যখন লিখছি পাশে বসে থাকা একজন বলছেন আপনার বন্ধু বাবা হয়ে গেল আর আপনি এতদিনে কি করলেন
সুপান্থ সুরাহী দীর্ঘদিন ধরে ব্লগ লিখছেন। তার লেখার ধরন মূলত কবিতা। কবি হিসাবেই তিনি পরিচিত। ময়মনসিংহ শহরে স্যার হিসাবে তার খ্যাতি আছে। সিরিয়াস ধরনের মানুষ। এবঙ অলওয়েজ হাসিখুশি। তার সহজভাবে সবকিছুর সমাধানের ক্ষমতা আমাকে মুগ্ধ করে। কিছুদিন যাবত তিনি ব্লগ ছেড়েছেন তার এক স্যারের ধমকে। চাকরিটা মূল ফ্যাক্টর। একটা যায়গায় নিয়োগ প্রায় কনফার্ম। লেনদেন ক্লিয়ার। সবার কাছে দোয়া প্রার্থী সেটা দ্রুত হয়ে যাক, এবঙ ব্লগার সুপান্থ আমাদের মাঝে আগের মতো ফিরে আসুক।
সুপান্থ'র ব্লগ পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৪৬টি
মন্তব্য করেছেন: ৫৩০৫টি
মন্তব্য পেয়েছেন: ৩১৫০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৩ মাস
ব্লগটি মোট ১০৯৯৫ বার দেখা হয়েছে
ব্লগ দিবসের অনুষ্ঠানে সুপান্থ সুরাহী
প্রথম বাবা হওয়ার অনুভূতি মোবাইলে জানতে চেয়েছিলাম তার কাছে। তার কণ্ঠ 'আমি বেশ ভাগ্যবান। এবঙ আজ খুবই খুশির একটা দিন। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন এ বিষয়ে। মেয়ে হওয়ার ব্যাপারে কোনো প্রকারে আমি অখুশি কিনা। আমি একটা বিষয় পরিস্কার করেই বলেছি, এটা আমার জন্য সৌভাগ্য। কারণ এটাকে হাদিসের ভাষায় পরকালীন মুক্তির একটা উপায় বলা হয়েছে।'
ফোনে সুপান্থ সব ব্লগারের কাছে শুভ কামনা প্রার্থনা করেছেন। এবং তার সন্তানের সুন্দর জীবন কামনা করেছেন।
নবাগতর জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। বাবার মতোই আলো হও পৃথিবীতে। আলোকিত করো পৃথিবী...
সুপান্থ'র পক্ষ থেকে সবাইকে মিষ্টির দাওয়াত...