মাননীয় প্রধানমন্ত্রী,
নাটোরের ঘটনাটা দেখলাম ইউটিউবে। এভাবে দিনে দুপুরে হত্যা। রামদা হাতে এভাবে ঘুরছে মানুষ। কেউ কি দেখার নাই? এই সব নৃশংসতার বিচার/শাস্তি হবে না? আওয়ামী লীগ করলেই কি সাত খুন মাফ?
মাননীয় প্রধানমন্ত্রী,
মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনে সাতজনকে খুন করেছিলো সরকারী ছাত্রসংগঠনের* সভাপতি। সেই ছাত্রনেতাকে গ্রেফতারের নির্দেশ দিতে তখন আপনার পিতার বিন্দুমাত্র দ্বিধা হয়নি। আপনার দ্বিধাটা কোথায়? আর দ্বিধা যদি থাকেই তবে অনুগ্রহ করে নিজ পিতার নাম শেখ মুজিবুর রহমান লিখবেন না।
*এডিটেড। সরকারী ছাত্রদল বলায় অনেকে (এই দলে শামসীরকে এক্সপেক্ট করি নাই) জানতে চাইলেন আমি কি জাতীয়তাবাদী ছাত্রদল বুঝিয়েছি কিনা, তাহলে সরকারী দল বললে কি তাঁরা বলতেন আমি জাতীয়তাবাদী দল বুঝিয়েছি নাকি?