ব্লগের নীতিমালা অনুযায়ী মনে হয় সহ ব্লগারকে শুয়োরের বাচ্চা বলা যায়। নীচে দেখেন (চুম্বক অংশ বোল্ড/আন্ডারলাইন করা):
http://www.somewhereinblog.net/blog/kowshikblog/29019374
**************************************************
২. ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৮ রাজামশাই বলেছেন: হ
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৯
লেখক বলেছেন: হ কইলে হইবে না রাজাধিরাজ। একটা রাজকীয় বাফেট (এক শুয়োরের বাচ্চা কয় এইটা নাকি বুফে হইবে!) খাইতে চাই!
৮. ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:১১ আকাশ_পাগলা বলেছেন: একটা মজার ঘটনা শুনেন। পোস্টের সাথে কতটুকু সম্পর্কযুক্ত জানি না, তয় ঘটনা মজার।
এক পাবলিক একটা পোস্ট দিল। এই ধরণের খানাপিনার নাম নাকি "বুফ" । মানুষের পোস্টের ভুল ধরতে যেয়ে প্রয়ামণ করল নিজেই ভুল জানে। দেইখা আসেন।
সঠিক উচ্চারণটা সম্ভবত বুফে বা বাফে। তয়, বনানীতে অনেক হোটেলের উপরে বাংলায় বাফেট লেখা দেখছি আমি। তবে, ডিকশনারীতে দেখলাম বুফে"ই" বলে।
বুফ নামের জীবনে কোন খাওয়ার কথা শুনছেন ??? স্ক্রিনশট রাখছি হের পুস্টের। আমি হাসতাছি, আপনি কি হাসবেন?
ঘটনা কী? হেরে বলে ব্লক করছেন? কেনু?
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:১৭
লেখক বলেছেন: এই ব্লগে কেবলমাত্র পাঠাচোদারাই বানান ও উচ্চারণের স্টান্ডার্ড নিয়া লাফালাফি করে। আর পাঠাচোদাদের থেকে দূরে থাকার জন্য ব্লক করা
১৫. ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৪ র হাসান বলেছেন: বাফেট না, শব্দটা বুফে হবে।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:১৯
লেখক বলেছেন: বুফে না, শব্দটা বাফেট.... লিখেছি
*************************************
তারপর রিপোর্ট করলাম। ইমেইল করলাম। নভেম্বরের ২৩ তারিখ।
Hello
I reported to instances of persoanl attacks and use of abusive language last week. One instance was regarding blogger Koushik in his own post against another blogger where he used dirty words. please see the response of comment #2 & comment #8.
http://www.somewhereinblog.net/blog/kowshikblog/29019374
The other istance was about Sobak where he made several comments with extremely dirty personal attack and abusive language against another blogger in Fusion Five's post. (see comment 85, 87 & 92)
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29045760#comments
To my understanding these two instances are clear violation of blog rules. Please clarify me if I am wrong .
Please provide feed back on these two issues. Several bloggers have reported these, specially the second instance. As a well wisher I would hope these reports were just skipped your attention.
However, if I do not see any action in the next three days (72 hours) regarding these, I would not have any option but to post in first page of Blog.
Happy moderation
Robot
**********************************************
তারপর জানার পোস্টে কমেন্ট করলাম। ৮৪ নং কমেন্ট দেখুন। Click This Link
রোজ কেয়ামতের আগেই মডারেশন টিম উত্তর দিবে এ ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।