কিভাবেব্লগিংএ এলাম:
আমি ব্লগিং শুরুকরি দৃষ্টিপাতে। ইংলিশে। তবে সেখানে শুধু কমেন্ট করতে পারতাম। পোস্ট না। দুস্কের ব্যাপার। দৃষ্টিপাতেই কে যেন সামহোয়ারের কথা বলেছিলো। টেস্ট করার জন্য এলাম। সবার পোস্ট/কমেন্ট পড়তাম। কয়েকমাস যাবার পর করলাম রেজিস্ট্রেশন । তারপর থেকে সামুর মূল্যবান প্রথম পাতা নষ্ট করে আসছি।
কেন ব্লগাই
মূলত এম্নি এম্নি। ইন্টারেস্টিং কত লেখা পড়ি। স্মৃতি।গল্প। রম্য। বিবর্তনবাদী উদ্ভাবিত কমেন্ট পোস্টের মাধ্যমে আড্ডাবাজি। মনে আছে একদিন নিবিড় অভ্র আর বিমার ফান কমেন্ট পড়তে পড়তে হো হো করে হেসে উঠলাম। যদিও খুব মন খারাপ করা অবস্থায় ব্লগে ঢুকেছিলাম। এদের একজন আজ ব্লগে বিনা কারণে অবান্ছিত।
আমি বেশীরভাগ ব্লগারের চেয়ে বয়সে অনেক বড়। বুদ্ধি-শুদ্ধি বেশী নাই। ঘটনাচক্রে জীবনে অনেক কিছু দেখে ফেলেছি। চাই সেগুলো শেয়ার করতে। এটা ভাবতে ভালো লাগে আমার ভুল থেকে অন্যরা শিখবে। আমার অভিজ্ঞতা থেকে মানুষ কিছু জানুক।
মডারেশন
সামু মূলত কমিউনিটি ব্লগ। এমন ব্লগে মডারেশন থাকতেই হবে।সামহোয়ারের মডারেশন কখনো ভালো লাগেনি। হাসিবের ১০০০ দোষ থাকতে পারে কিনতু তার ব্যানেরকোন কারণ ছিলো না। একজন ব্লগার আরেকজন ব্লগারকে শুয়রের বাচ্চা বলার পর গালিবাজের কিছু হয়নি। (রিপোর্ট করা হয়েছিল) কিন্তু শুধু লুলপুরুষ কথাটা বলে ব্যান হয়েছে শুন্য। তবে ভালো ব্যাপার হলো অন্যায় ব্যানের বিরোধিতা করার জন্য অন্যরাও ব্যান হতে দ্বিধা করেননি। ব্লগার হিসেবে বিমা বা তামিম ইরফান যে মেরুর, ফারহান/বিডিআইডল সেটার পুরো উলটো মেরুর। কিন্তু বিমা বা বিডির ব্যানের বিরোধিতা করেছে ফারহান বা তামিম। হাফপ্যান্ট থিওরীর জনকের মত কেউকেউ অবশ্য সেটা ধরতে পারেন না।
তারা শুধু কন্সপিরেসি, কন্সপিরেসি করে জিকির করে যান।
তুমি/তোমারি
২০০৯এর শুরুর দিক থেকেবয়সে ছোট ব্লগারদের সাথে একটু ভালোসম্পর্ক হলেই তুমিকরে ডাকা শুরু করলাম। সেটা নারী-পুরুষ নির্বিশেষে। এমনকি ব্লগের নানী নুশেরাকেও। ইদানিং দেখি অনেক ব্লগারকেই তুমিতোমারি করতে কেমন লাগে। তবে বুয়েটের পোলাপান জুনিয়র হলেই তুমি ডাকি। (ব্যতিক্রম- সাইফশেরিফ ও আরো কয়েকজন)
কারা নিয়মিত আসে আমার ফালতু ব্লগে
কাকভূষুন্ডি, নুশেরা, কাঁকন, এপু, হামা, শাওন ৩৫০৪, ফারহান, মুক্ত, রোহান, সাঝু, শুভ, অক্ষর,
- এরা বেশ নিয়মিত আমার ব্লগে। ক্যানো আসে এরা?
সংযোজনী/ডিসক্লেইমার
বাফড়া, তনুজা ও অন্যান্য যারা আগে নিয়মিত এসে দয়ার্দ্র কমেন্ট করতো কিনতু এখন ব্যান খেয়ে বা পোস্ট বিরতির কারণে আসতে পারে না তাদের নাম উল্লেখ করা হলো না।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৪