সে ক্ষেত্রে প্রশ্ন গুলো মূলত নিন্মরুপ হয়ে থাকে।
( আমি ডায়ালআপ ব্যবহার করলে পাই ৩৩.৬ কেবিপিএস, জিপিআরএস ব্যবহার করলে পাই ১১৫.২কেবিপিএস এবং আমার সেল ফোন মটোরোলা এল৬ দিয়ে ব্যবহার করলে পাই ২৩০.৪ কেবিপিএস....আমি আসলে মটোরোলা না জিপিআরএস মডেম ব্যবহার করবো? দয়া করে বলবেন কি? @আন্ধার রাত)
----------------------------------------------------
এর উত্তর হল, আপনি ৩৩.৬/১১৫.২ /২৩০.৪ কেবিপিএস গতির মাত্রায় কানেক্টেড হচ্ছেন। এর মানে এই না যে আপনি পূর্ন মাত্রায় স্পিড পাবেন। অর্থাৎ আপনার ডাউনলোড গতি হবে ৩৩.৬/১১৫.২ /২৩০.৪ কেবিপিএস
এর কারন হল নেট সার্ভিস প্রভাইডার রা (ISP ) প্রত্যেক ইউজারের সর্ব উচ্চ প্রাপ্ত গতি বেধে দেন ব্যন্ডউইথ ম্যনেজার দিয়ে , সেটা সর্ফটওয়ার বা হার্ডওয়ার কতৃক নিয়ন্ত্রিত হতে পারে। ফলাফল যা হয়, আমারা ৩৩.৬/১১৫.২ /২৩০.৪ গতিতে কানেক্টেড হওয়া সত্বেও স্পিড পাই অনেক কম (ব্যন্ডউইথ ম্যনেজার সেটা কমিয়ে দেয়)। ফলে কানেক্টেড গতিতে স্পীড পাওয়া সম্ভব না।
আর বাংলাদেশের টিএনটি সর্ব উচ্চ ৯.৬-১৬ কেবিপিএস গতি সাপোর্ট করে ফলে ৩৩.৬ কেবিপিএস কানেক্টেড হওয়া সত্বেও আপনি সর্বউচ্চ গতি পাবেন ৯.৬ কেবিপিএস।
তার মানে যা দাড়াল আপনি কত গতির মড়েম বা কানেক্টেড হচ্ছেন তা বড় কথা না, বড় কথা হল আপনার ISP প্রত্যেক ইউজারের জন্য সর্বউচ্চ ব্যন্ডউইথ বরাদ্ব করে রেখেছে কত? সেটাই আপনি চুরান্তভাবে পাবেন।
তা না হলে আপনি যদি ৩৩.৬/১১৫.২ /২৩০.৪ গতিতে স্পিড পান তা হলে খবর আছে। এই অবস্থায় আপনি যদি ডাউনলোড দেন তাহলে ২৩০ কেবিপিএস গতিতে ডাউনলোড হবে যেটা দিয়ে ভিডিও ষ্টিমিং করা যাবে।
আর আপনি একাই যদি ২৩০ কেবিপিএস ব্যন্ডউইথ ব্যবহার করেন তাহলে এভাবে প্রত্যক ইউজার মিলে কত ব্যন্ডউইথ ব্যবহার করবে, এবং তাদের কি পরিমান ব্যন্ডউইথ এর ব্যবস্থা করতে হবে? ২৫৬ ব্যন্ডউইথের মূল্য কমপক্ষে ২৫-৩০ হাজার টাকা হতে হবে।
----------------------------------------------
যেহেতু ISP গুলো প্রত্যক ইউজারের সর্বউচ্চ ব্যন্ডউইথ বেধে দেন, এর বেশী ব্যবহারকারী কখনই পাবেন না। ফলে আপনি মড়েম স্পীড বা কানেক্টেড ইস্পিডের উপর জোর দেবার কোন দরকার নাই।
আর ইউজারদের ব্যন্ডউইথ শেয়রারিং করা থাকে বলে কোন সময় ভাল স্পিড পান, যখন ইউজার কম থাকে। আবার ইউজার বেশী থাকেলে কম পান ব্যন্ডউইথ শেয়ার করার ফলে।
সাধারনত প্রত্যক ইউজারের জন্য সর্বউচ্চ ১২ -১৮ কেবিপিএস বরাদ্ব করা হয়ে থাকে। কারন সাধারন ইউজারদের ব্রাউজিং ইউজার ধরা হয়।
---------------------------------------
তাই সবাইকে অনুরোধ করব মডেম এর উপার নির্ভর বা আপনি কত স্পিডে কানেক্টেড হচ্ছেন তা না দেখে ইউজারের ব্যন্ডউইথ কত বরাদ্ব করা আছে সেটা জেনে কানেকশন নিবেন। কারন চুরান্ত ভাবে আপনি সেটাই পাবেন।
এবং চেক করে দেখবেন সেটা পাচ্ছেন কি না।