পৃথিবী রহস্যময়। আর তার চাইতেও রহস্যময় হল সাগর। কারণ সাগরের সব জায়গায় বিচরণ করার সামর্থ্য মানুষের হয়নি এখনও। ইচ্ছে করলেই মানুষ যখন তখন পৃথিবীর সর্বোচ্চ স্হান মাউন্ট এভারেস্টে উঠছে, কিন্তু ইচ্ছা থাকলেও সাগরের সর্বনিম্ন স্হানে মানুষ পৌঁছাতে পারছেনা। মারিয়ানা ট্রেঞ্চের "চ্যালেন্জার ডীপ" হল সাগরের সবচেয়ে গভীরতম স্হান, যার গভীরতা ১০৯৯৪ মিটার (৩৬০৭০ ফুট)। হিমালয় পর্বতকে (২৯০২৮ ফুট) অনায়াসে লুকিয়ে রাখা যাবে এখানে। পরিচালক জেমস ক্যামেরন ২০১২ এর মার্চে সেখান থেকে ঘুরে এসেছিলেন, সেই গল্প আরেকদিন বলব।তো এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব সাগরের কিছু অদ্ভূত প্রাণীদের সাথে;
Mimic Octopus

Mimic শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। এক কথায় এর অর্থ অনুকরণ করা। Mimic Octopus এমন একটা প্রাণী যে কিনা ১৫ টি ভিন্ন ভিন্ন প্রাণীর আকার ধারণ করতে পারে!! সে-স্নেক, লায়ন ফিস, জেলীফিস, স্টিং রে প্রভৃতি প্রাণীর আকার ধারণ করা এর জন্য ডাল-ভাত!


Gulper Eel

এর চাইতে কিম্ভূতকিমাকার মাছ কখনও দেখেছেন কিনা আমার সে বিষয়ে সন্দেহ আছে। সাগরের ৩০০০ মিটার গভীরতায় থাকা Gulper Eel এর চেহারা এমন হওয়ায় স্বাভাবিক!
Japanese Giant Spider Crab

কাঁকড়া প্রেমিকদের জন্য সুখবর। ১২ ফুট উচ্চতা আর ১৯ কেজি ওজনবিশিষ্ট Japanese Giant Spider Crab খেতে নিশ্চয় মন্দ হবেনা! তবে আপনাকে যেতে হবে জাপানে, কারণ এদের বিচরণক্ষেত্র শুধু জাপানের সাগরগুলিতেই।
Colossal squid

স্কুইড প্রজাতির সবচাইতে বড় স্কুইড হল Colossal squid। এরা ৪৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এরা সবচেয়ে বড় মেরুদণ্ডিহীন প্রাণী।এন্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা,দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সাগরগুলিতে এদের দেখা যায়। ও, বলতে ভুলে গিয়েছি, পৃথিবীতে সবচেয়ে বর চোখের অযধিকারী হল এই Colossal squid ( চোখের ব্যাসার্ধ- ১ মিটার!)। এরা সাগরের ২ দশমিক ২ কিমি গভীরতায়ও দিব্যি চলাফেরা করতে পারে!
Sparkling Enope Squid

রাতের আকাশের জ্বলজ্বলে তারা আর অন্ধকার সাগরের Sparkling Enope Squid। সাগরের আলোকবর্তিকা এই স্কুইড পশ্চিম প্রশান্ত মহাসাগরে দেখা যায়, বিশেষ করে জাপান সাগরের তীরবর্তী এলাকাতে এদের বেশি দেখা যায়। এদের শরীরে ছোট ছোট অনেক অর্গান আছে, যেগুলিকে ফটোফরেস বলে। এগুলি টিপটিপ করে জ্বলতে আর নিভতে পারে আলাদা আলাদাভাবে। সাগর-জোনাকী নামে ডাকা যায়, কি বলেন?

Sea Wasp

Sea Wasp হল একধরনের জেলীফিশ। এই বিশ্বজগতের সবচাইতে বিষধর প্রাণী হল এই Sea Wasp।এরা এতই বিষাক্ত যে পূর্ণবয়স্ক ৬০ জন মানুষকে মেরে ফেলার জন্য যে বিষ প্রয়োজন, তা সমসময় এদের কাছে থাকে।এদের বসবাস অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে প্রতিবছর যত লোক সাপ-শার্ক আর কুমিরের কামড়ে মারা যায়, তার চাইতে বেশি মারা যায় Sea Wasp এর সংস্পর্শে এসে!
Blobfish

প্রথমেই একটা ধাক্কা খেতে হয় এই মাছটির দিকে তাকিয়ে!! অস্ট্রেলিয়া আর তাসমানিয়ার সাগরে এদের দেখা যায়। এরা ১২০০ মিটার গভীরতায় থাকে।

আগামীতে আরো নতুণ কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ!
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৭