এবার বাড়ী ফিরতে অন্যবারের চেয়ে অনেক সমস্যা কম হয়েছে। লোকজন কম থাকায় তুলনামূলক ভাল ভাবেই আসতে পেরেছি।
এবার দেখুন বাড়ী ফিরার পথে পথে কিছু ছবি...............
আর গাড়ী যাবে না ,তাই সবাই মিলে হাটছে তবে ভীড় আগের চেয়ে কম
ছুটি নাই তাদের , দায়িত্ব পালনে ব্যস্ত পুলিশ বাহিনী
বাবা মার হাতে ব্যাগ, আর একহাতে আদরের সন্তান সেও যাচ্ছে নানা বা দাদা বাড়ীতে
লঞ্চে উঠার জন্য সবাই লাইন ধরেছে
কে উঠবে কার আগে? কিন্তু উঠতে যে হবেই
লঞ্চ লোকে লোকরন্য
ঝূকিপূর্ন হলেও আগে যাওয়ার জন্য অনেকে উত্তাল পদ্মা পাড়ী দিচ্ছেন স্পিড বোটে
কেউ আবার পাড়ী দিচ্ছেন ট্রলারে
এক সময়ের উত্তাল নদীতে আজ চরের চিহ্ন দিতে হচ্ছে
যেখানে একসময় গভীর নদী আজ সেখানে বিশাল চর, চর পানিতে ডুবে যাওয়ায় সেখানে নৌকা ভিড়িয়ে রেখেছে
সেও যাচ্ছে বেড়াতে, হাতে খেলার সমগ্রী
কেউ কেউ যাচ্ছেন ফেরীতে
জীবনের তাগিদে দুই জন বয়স্কলোক নৌকা বয়ে চলছেন
একজন অন্ধ ব্যক্তি হাত পেতেছেন যাত্রীদের নিকট
আমাদের লঞ্চের সারেং.............. তার দৃষ্টি সামনে
নদীর তীরে সুন্দর একটি গ্রাম..... হয়তো এই নদীর সাথে যাদের গভীর সম্পর্ক
কিছুক্ষনের মধ্যে লঞ্চ থেকে নামবো ................ সেখানে রয়েছে
আরো কিছু ছবি। সেসব ছবি নিয়ে আগামী কাল আসবে (বাড়ী ফিরার পথে পথে, ছবি ব্লগ-২)
সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে নিমন্ত্রন জানাচ্ছি।