ইঞ্জিনিয়ার হওয়ার অদম্য ইচ্ছাশক্তি নিয়ে ২০০৯ সালে দেশের একমাত্র কম্পিউটার ইনিস্টিটিউটে (ফেনী কম্পিউটার ইনিস্টিটিউট) ভর্তি হয়,একে এক ৩ বছর পেরিয়েছে,আর মাত্র একটা বছর পার করতে পারলেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা পূরন হয়ে যেত।
বলছিলাম আব্দুর রহিম আজিম এর কথা,সে মরনব্যাধি ক্যান্সার এ আক্রান্ত।তার কন্ঠনালীতে ক্যান্সার হয়েছে,প্রতিদিন একটু একটু করে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
সে ফেনী জেলার পরশুরাম উপজেলার দক্ষিন শালধর গ্রামের মৃত আব্দুল কাদের এর বড় ছেলে।
ছয় বোনের সে একমাত্র বড় ভাই,অন্যর বাড়িতে প্রাইবেট টিউটর হিসেবে থেকেই তার পড়াশোনা চলতো। তার পরিবারের পক্ষে তার চিকিতসা খরচ বহন করা সম্ভব নয়।
এমতবস্থায় সে সকল হ্রদয়বান মানুষদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন,সে বাঁচতে চায়,তার সংসারের হাল ধরতে চায়,যদি সবাই মিলে একটু সহযোগীতা করা যায় তবে সে বেচে যাবে।
সে ফেনী কম্পিউটার ইনিস্টিটিউটর এর “ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং টেকনোলজি” বিভাগের শেষ বর্ষের ছাত্র।
তার বোর্ড রোল নং: ৩০০০৮৭,রেজি: ৯৭২২৬৫।
গত ৩ মাস আগে মহাখালী আইসিসিডিআরবিতে ক্যান্সার বিশেষজ্ঞ আনোয়ার হোসেনের তত্ব্যাবধানে আজিমের ট্রিটমেন্ট শুরু হয়।
বর্তমানে সে মেডিনোভা হসপিটালে ভর্তি আছে। তাকে বাঁচাতে হলে ভারতে নিয়ে যেতে হবে আর ব্যয় হবে ৫/৬ লাখ টাকার প্রয়োজন।
উল্লেখ্য যে,বর্তমানে আজিমের লিভারেও সমস্যা দেখা দিয়েছে,খুব দ্রুত তার ট্রিটমেন্ট শুরু করতে না পারলে তবে দ্রুত সে মারা যাবে।
আমরা কয়েকজন মিলে তার জন্য অর্থ সংগ্রহ করছি,প্রতিদিন অল্প অল্প করে যোগাড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আপনারাও সবাই একটু একটু সহযোগীতা করেন তবে এক গরীব মায়ের মেধাবী সন্তান বেঁচে যাবে।
তাকে সহযোগীতা করতে অর্থ পাঠাতে পারেন
বিকাশ : 01811355151
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং : 018113551518
ব্যাংক একাউন্ট:
MD YOUNUS PATWARY SHAHIN
PRIME BANK LTD.
BRANCH: FENI
AC: 15621010011077
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯