আমার ফটোগ্রাফী শেখা -১
আমার ফটোগ্রাফী শেখা -২
আরেকটি সপ্তাহ শেষ, মানে এই সিরিজের তৃতীয় পর্ব পাওনা হয়ে গিয়েছে পাঠকের ! অথচ আমি লেখারই ফুরসত পাচ্ছি না


আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম -
সিম্পোজিয়াম হল
রুগলি গল্ফ ক্লাব
রুগলি পাওয়ার স্টেসন (কয়লা চলিত)। প্রথমে নিউক্লিয়ার স্টেসন ভেবে লাফাচ্ছিলাম

ট্রিপের সব ছবি দেখতে চাইলে এখানে Click This Link ক্লিক করুন, তবে অবশ্যই নিজ দায়িত্বে ! সবগুল দেখানর মত নয় আবার রেফারেন্স হিসেবে ফেলে দেয়াও যাচ্ছে না

তবে শুরু হোক আজলেন পাঠ-৩ :
সিলেকশন: "সাব ছবিই দেখাতে নেই। অন্যকে আপনার শ্রেষ্ঠ ছবিগুলোই দেখান।"
- চিন্তা করুন ১০০ টা এক্সপোর্ট কোয়ালিটির পোলো টি-সার্ট তৈরী করতে কয়টা টি-সার্ট রিজেক্ট হয় ? ৭০-৮৫ ভাগ মেকানাইজগ সিসটেমই যদি ১০-১৫% রিজেক্ট প্রডাক্ট তৈরি করে, তবে আপনি কোন ছাড় মানুষ হয়ে কেমেরার সবগুল শটই পার্ফেক্ট হবে হলে আশা করছেন

অপরকে আপনার বেস্ট ছবিগুলোই শুধু দেখান, যত অনুরোধই আসুক এড়িয়ে যান । এটা আপনার কাজের ভাল ইমপ্রেশন তৈরি করবে। প্রফেসনালদের জন্যে ত বটেই আমার মত এমেচাদের জন্য ও এটা গুরুত্বপূর্ন। এই আর্টিকেলটা দেখতে পারেন Click This Link
হাতটাকে স্থির রাখুন:
শুধু মাত্র হাত কেপে যাওয়ার জন্য কত ছবিই না নষ্ট হয়। কেমেরার গ্রিপ ঠিক করুন(আগের পোস্ট দেখুন) আর দেখুন আপনার কেমেরার সাটার স্পিড কত (এই যা সাটার স্পিড কি জিনিস তাই ত বলিনি, পরবর্তি পোস্টে ......ইনশাল্লাহ্ ), ১/৬০ সেকেন্ডের নিচে হলে অতি অবশ্যই ট্রাইপড বেব হারকরুন। এই আর্টিকেলটা দেখতে পারেন http://www.geofflawrence.com/camera_shake.html
কম্পজিশন:
ছবির ফ্রেমে কি কি বন্ধি করছেন তা লক্ষ করুন। আপনার কেপচার স্পেস লিমিটেড সুতরাং অল্প জায়গার মধ্যে যথা সম্ভব বেশী সংখক ইনফরমেটিভ অবজেক্ট রাখুন। আর জায়গা বরাদ্ধের ক্ষেত্রে রুল অফ থার্ড (আগের পোস্ট দেখুন) ও ডায়াগনাল লাইন ব্যবহার করুন।
ডায়াগনাল লাইন আর কিছুই নয়, আপনার কেমেরার ফ্রেমের বিপরীত কৌনিক বিন্দুদ্বয়কে যুক্তকারী কল্পিত সরল রেখা। এঙ্গেল একটি সাধারন বিষয় বস্তুর ছবিকেও অসাধারন করে তুলতে পারে। এই আর্টিকেলটি দেখুন Click This Link