মহাজোট সরকারের শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও ধর্ম নিরপেক্ষতার প্রতি সম্মান দেখিয়ে বিগত সংসদ নির্বাচনে জনগণ ভোট দিয়ে এ সরকারকে নির্বাচিত করেছে। এখন সরকারের উচিত জনগণের সেই প্রত্যাশা পুরণ করা। কিন্তু দিন বদলের শ্লোগানের নামে ভর্তি বাণিজ্য, টেন্ডারবাজী, হল দখল জনগণ দেখতে চায় না। এখন দিন বদলের অর্থ হবে জনগণের ভাগ্য পরিবর্তন করা।
আজ রোববার বেলা ১১টায় বগুড়ার স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বগুড়া জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৪ দলীয় জোটের ২৩ দফা বাস্তবায়ন, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত নিস্পত্তি, সাম্রাজ্যবাদী চক্রের হাত থেকে তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর রক্ষার দাবিতে আয়োজিত এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড বেলাল আহম্মেদ। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাস।
কর্মী সভা শেষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তথ্যসূত্র: Click This Link