
পাখির চোখে সন্ধ্যার কলম্বো

আমার লাগানো কারাপিঞ্চা (কারি লিভস্) গাছ, অযত্ন আর অবহেলায় ন্যূব্জে পড়ছে

৬ মাস আগে এই গাছটা কতটুকু ছিল মনে নেই, এসে দেখি অনেক পেপে ধরেছে

বকগুলো এখনও আগের মতই সকালে আর বিকেলে মাছ খেতে আসে

আমার ডিম ভাজা, এখন আর ভাঙ্গেনা

পাশের বাড়ীর কুকুর, প্রায়ই মানুষের বাচ্চার মত সুরে চিৎকার করে কাঁদতে থাকে

আমার বিছানা, মশারীর দুই কোণা সব সময়ই লাগানো থাকে

গরু

গরুর গাড়ী

সাইকেলের ব্যবহার

অফিসের সামনের রাস্তা মেরামত করা হয়েছে। নতুন রাস্তা দেখতে যেমন ভালো লাগে, চলতেও খুব আরামদায়ক। আমার এক কলিগ রাস্তায় উঠেই গলা ছেড়ে গায়, "পিচ ঢালা এই পথটাকে ভালোবেসেছি..."।
আগের পর্ব
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১১ রাত ১২:৩৩