
রোলার কোস্টারে চেপে কে কি করে দেখেন


কেউ অতি কষ্টে উত্তেজনা চেপে রাখেন


কেউ চেপে ধরে পাশের জনের গলা


কারও কারও দুহাত উপরের দিকে তোলা


উত্তেজনায় কেউবা উঠে যান দাড়িয়ে


কেউবা ভেসে যান বন্যায় হারিয়ে :-<

কারও চোখ বন্ধ কারও গোল গোল


কেউ শান্ত আবার কেউ উশৃংখল


কেউ কেউ প্রাণখুলে উপভোগ করে


কেউ কেউ ফোনে গল্পও করে


কারও চেহাড়া হয়ে উঠে ভয়ংকর


কারও অবস্থা খানিকটা বিব্রতকর
