অনেকদিন পরে আসলাম একটা ১৮+ জোক্স শেয়ার করতে।
চলছে মেয়েদের ব্রেস্ট স্ট্রোক সাঁতার প্রতিযোগিতা। সবার সাথে এক বিশালবক্ষা তরুণীও উপস্হিত। সাঁতার শুরু হলে যা হয়, সবাই ঝাপিয়ে পড়েছে পুলে। যথারীতি কিছুক্ষণের মাঝেই সবাই গিয়ে চলে এসেছে। শুধু বিশালবক্ষা তরুণী ডুবে আর ভেসে ভেসে অনেক কষ্টে সাঁতরিয়ে যাচ্ছে একটু একটু করে। বাকি প্রতিযোগীরা সাঁতার শেষ করে তোয়ালে দিয়ে পানি শুকিয়ে নিচ্ছে আর তরুণীটি সাঁতরিয়েই যাচ্ছে।
বলা বাহুল্য টিভি ক্যামেরা নিয়ে সাংবাদিকরা চলে এসেছে। সাংবাদিক থেকে শুরু করে সবার মাঝে আগ্রহ এত সময় লাগার কারণ কি তা জানা। তা তরুণীর প্রায় ৪৫ মিনিট লাগলো সাঁতার কেটে ঘুরে আসতে। সাংবাদিকেরা খুব আগ্রহ নিয়ে তার দিকে মাইক্রোফোন বাড়িয়ে দিয়ে প্রশ্ন করলো, মিস, ব্রেস্ট স্ট্রোক সাঁতারের এই আইটেমে প্রথম প্রতিযোগী মাত্র তিন মিনিটে সাঁতার শেষ করেছেন। আপনার এত সময় লাগার কারণ কি?
তরুণী হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আমি সে রকম মেয়ে না যে হেরে গিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে চিটিং এর অভিযোগ আনব। তবে আমি নিশ্চিত আমি বাদে বাকি সবাই সাঁতারের সময় হাত ব্যবহার করেছে।

আমার ব্যক্তিগত ওয়ার্ডপ্রেস ব্লগেও প্রকাশিত।