অনেক দিন ব্লগে আসা হয় না। তাই নেট হাতের কাছে পাওয়ার পরেই অনেক আবেগীয় ভাবগাম্ভীর্য নিয়ে ব্লগে ঢুকেছিলাম। কিন্তু আমার আবেগীয় ব্যাপার স্যাপার ব্লগে ঢোকার মিনিটখানেক পর থেকেই দ্রুত হারে নিচে নামা শুরু করল। প্রথমে যা আবিষ্কার করলাম সেটা হল ব্লগের হিট কাউন্টার নষ্ট। খুব একটা অবাক হই নি। সামুর মত একটা জোড়াতালি মারা সাইটের হিট কাউন্টার বন্ধ হতেই পারে। এতে অবাক হওয়ার খুব একটা সুযোগ নাই। তো ঘটনা বোঝার জন্য গেলাম নোটিশ বোর্ডে। গিয়ে যা দেখলাম তাতে অবাক না হয়ে আর পারলাম না। ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৯ এ দেয়া পোস্টে জানানো হয়েছে সার্ভারে কিছু টেকনিক্যাল কাজ উপলক্ষ্যে হিট কাউন্টার বন্ধ রয়েছে। জয়তু টেকনিক্যাল কাজ!!! আজ জুলাই মাসের ২৪ তারিখ। এখনো টেকনিক্যাল কাজ চলছে!!!!!!! খুব জানতে ইচ্ছা করছে কি এমন টেকনিক্যাল কাজ চলছে যা করতে ১৯ দিন লাগে? ল্যাপটপে কিছু লেখা সেভ করা ছিল। চিন্তা করলাম একটা পোস্ট দিয়েই পদচারণা শুরু করা যাক। লেখাটাতে কিছু স্ক্রিনশট ছিল। প্রায় আধাঘন্টা চেষ্টা করার পরেও একটা ছবিও আপলোড করতে পারলাম না। মোটামোটি জিদ উঠে গেল। ঠিক করলাম স্ক্রিনশট ছাড়াই পোস্ট দেব। লেখা এডিট করে স্ক্রিনশটগুলো বাদ দিলাম। সেখানেও যথারীতি পুরোনো সমস্যাগুলো। কিবোর্ড শর্টকাট দিয়ে একবারে কোন লেখা পোস্ট করা যায় না, পোস্ট সেভ করতে দিলে পোস্ট পাবলিশ হয়ে যায়, কমেন্টের লেখা বোল্ড হয় না, উফফফফফফফফফফ!!!!!!! যাই হোক ব্লগে প্রকাশ করুন বাটনে প্রেস করে শান্তির নিঃশ্বাস নিলাম। কিন্তু হায়, মডারেটররা কি এত সহজে লেখা পোস্ট করতে দেবে??? আমরা তাদের বেতনধারী ব্লগার। এত সহজে লেখা পোস্ট হলে বেতন উসুল হবে কি করে?? তাই প্রবলেম লোডিং পেজ। আরো আধাঘন্টার মত চেষ্টা করলাম। কিন্তু আমি তো এত সহজে ছেড়ে দেবার পাত্র নই। লেখা আমি পোস্ট করেই ছাড়ব। তাই শেষে বোঝা গেল আমার আইএসপি'র সাথে সামুর কোন একটা শত্রুতা আছে। শেষমেষ জিপি'র মডেম লাগালাম। লেখা কপি করলাম, ব্লগে প্রকাশ করুন বাটনে প্রেস করলাম। কিন্তু না!!!!! হল না। পেজ পুরোটা লোড হয় নি। তাই সেই বাটন কাজ করছে না। অটো ড্রাফট যে কাজ করছিল না, তা বলার প্রয়োজন বোধ করছি না। তারপরে আরো বার কয়েক চেষ্টার পরে লেখা পাবলিশ করতে পারলাম। এই হল বর্তমান ব্লগের অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে মডারেটরদের প্রতি আকুল আবেদন এমন মুমূর্ষু অবস্থায় লাইফ সাপোর্ট দিয়ে ব্লগটিকে বাঁচিয়ে রেখে কষ্ট দেবার চেয়ে একে মৃত ঘোষণা করে ব্লগটিকে বাঁচান সেই সাথে ব্লগারদেরকেও বাঁচান।
সামহোয়ারইন ব্লগকে মৃত ঘোষণা করার জন্য মডারেটরদের প্রতি আহবান। 
অনেক দিন ব্লগে আসা হয় না। তাই নেট হাতের কাছে পাওয়ার পরেই অনেক আবেগীয় ভাবগাম্ভীর্য নিয়ে ব্লগে ঢুকেছিলাম। কিন্তু আমার আবেগীয় ব্যাপার স্যাপার ব্লগে ঢোকার মিনিটখানেক পর থেকেই দ্রুত হারে নিচে নামা শুরু করল। প্রথমে যা আবিষ্কার করলাম সেটা হল ব্লগের হিট কাউন্টার নষ্ট। খুব একটা অবাক হই নি। সামুর মত একটা জোড়াতালি মারা সাইটের হিট কাউন্টার বন্ধ হতেই পারে। এতে অবাক হওয়ার খুব একটা সুযোগ নাই। তো ঘটনা বোঝার জন্য গেলাম নোটিশ বোর্ডে। গিয়ে যা দেখলাম তাতে অবাক না হয়ে আর পারলাম না। ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৯ এ দেয়া পোস্টে জানানো হয়েছে সার্ভারে কিছু টেকনিক্যাল কাজ উপলক্ষ্যে হিট কাউন্টার বন্ধ রয়েছে। জয়তু টেকনিক্যাল কাজ!!! আজ জুলাই মাসের ২৪ তারিখ। এখনো টেকনিক্যাল কাজ চলছে!!!!!!! খুব জানতে ইচ্ছা করছে কি এমন টেকনিক্যাল কাজ চলছে যা করতে ১৯ দিন লাগে? ল্যাপটপে কিছু লেখা সেভ করা ছিল। চিন্তা করলাম একটা পোস্ট দিয়েই পদচারণা শুরু করা যাক। লেখাটাতে কিছু স্ক্রিনশট ছিল। প্রায় আধাঘন্টা চেষ্টা করার পরেও একটা ছবিও আপলোড করতে পারলাম না। মোটামোটি জিদ উঠে গেল। ঠিক করলাম স্ক্রিনশট ছাড়াই পোস্ট দেব। লেখা এডিট করে স্ক্রিনশটগুলো বাদ দিলাম। সেখানেও যথারীতি পুরোনো সমস্যাগুলো। কিবোর্ড শর্টকাট দিয়ে একবারে কোন লেখা পোস্ট করা যায় না, পোস্ট সেভ করতে দিলে পোস্ট পাবলিশ হয়ে যায়, কমেন্টের লেখা বোল্ড হয় না, উফফফফফফফফফফ!!!!!!! যাই হোক ব্লগে প্রকাশ করুন বাটনে প্রেস করে শান্তির নিঃশ্বাস নিলাম। কিন্তু হায়, মডারেটররা কি এত সহজে লেখা পোস্ট করতে দেবে??? আমরা তাদের বেতনধারী ব্লগার। এত সহজে লেখা পোস্ট হলে বেতন উসুল হবে কি করে?? তাই প্রবলেম লোডিং পেজ। আরো আধাঘন্টার মত চেষ্টা করলাম। কিন্তু আমি তো এত সহজে ছেড়ে দেবার পাত্র নই। লেখা আমি পোস্ট করেই ছাড়ব। তাই শেষে বোঝা গেল আমার আইএসপি'র সাথে সামুর কোন একটা শত্রুতা আছে। শেষমেষ জিপি'র মডেম লাগালাম। লেখা কপি করলাম, ব্লগে প্রকাশ করুন বাটনে প্রেস করলাম। কিন্তু না!!!!! হল না। পেজ পুরোটা লোড হয় নি। তাই সেই বাটন কাজ করছে না। অটো ড্রাফট যে কাজ করছিল না, তা বলার প্রয়োজন বোধ করছি না। তারপরে আরো বার কয়েক চেষ্টার পরে লেখা পাবলিশ করতে পারলাম। এই হল বর্তমান ব্লগের অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে মডারেটরদের প্রতি আকুল আবেদন এমন মুমূর্ষু অবস্থায় লাইফ সাপোর্ট দিয়ে ব্লগটিকে বাঁচিয়ে রেখে কষ্ট দেবার চেয়ে একে মৃত ঘোষণা করে ব্লগটিকে বাঁচান সেই সাথে ব্লগারদেরকেও বাঁচান।


আজকের ডায়েরী- ১৪৯
আজ ২৫ রোজা।
এই তো সেদিন রোজা শুরু হলো। দেখতে দেখতে ২৪ টা রোজা শেষ হয়ে গেলো। সময় কত দ্রুত চলে যায়! আগামী বছর কি রমজান... ...বাকিটুকু পড়ুন
অবগুণ্ঠন (পর্ব ২)
অবগুণ্ঠন (পর্ব ২)
ওসির নির্দেশ মতো ডিউটি অফিসার রাঘবেন্দ্র যাদব লাশ পরিদর্শনের সব ব্যবস্থা করে দিলেন। গাড়ির ড্রাইভার সহ তিনজন কনস্টেবল যথাস্থানে তৈরি ছিলেন। বেশি সময় অপেক্ষা করতে হয়নি ওনাদের।খানিক বাদেই... ...বাকিটুকু পড়ুন
আগে বিচার , সংস্কার তারপরেই নির্বাচন
জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন এক ঝাক তরুনদের রক্তের উপড় দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একের পর এ জ্বালাময়ী কর্মসুচী দিচ্ছিল , তখন বিএনপির... ...বাকিটুকু পড়ুন
It is difficult to hide ল্যাঞ্জা
এক গর্দভ ইউটিউবার ৭১কে ২৪এর থেকে বড় বলতে গিয়ে আমাদের শিখায় যে ৭১ বড় কারণ সেটা ভারত পাকিস্তানের মধ্যে হয়ে ছিল। আর আপামর জনসাধারণ সেটায় অংশগ্রহণ করেনি। এই হলো যুক্তি... ...বাকিটুকু পড়ুন
তথ্য এবং গুজব....
তথ্য এবং গুজব....
তথ্য নাগরিকের অন্যতম মৌলিক স্বীকৃত অধিকার। মানবাধিকারও বটে। যোগাযোগের অন্যতম প্রধান উপকরণ তথ্য মানুষের নিত্য সঙ্গি।
তথ্যের (Misinformation) ভুল, ত্রুটিপূর্ণ, বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য সমাজে ছড়িয়ে পড়ে,... ...বাকিটুকু পড়ুন