অবশেষে অপেক্ষা শেষ।
এলো আবার হলুদ খাম।
দুরুদুরু বুকে ছিড়লাম খাম।
সেই পরিচিত হাতের লেখা।
তখন শিক্ষাজীবনের দ্বাদশ স্তরে পা দিলেও
কিছুই যেনো পড়া যাচ্ছিল না।
ফিরিয়ে দেবার ভয় কাঁপিয়ে দিচ্ছিলো আমায় বারবার।
স্রষ্টার নাম কয়েকবার জপে পড়লাম চিঠি।
পুরো চিঠিতে এ কথা, সে কথা।
আমি পড়তে চাচ্ছিলাম ভালোবাসার কথা।
না পেয়ে ভয় বাড়ছিলো।
চিঠির একদম শেষ লাইন-
`আমিও ভালোবাসি'।
বুকে এলো ভালোবাসার ঢেউ।
হয়ে গেলো আমাদের অদেখা প্রেম।