দ্্বিগুণ উৎসাহে জবাব দিলো।
আবার হলুদ খাম,
আবার স্বপ্ন দেখার আমন্ত্রন।
কেউ কেউ নাকি আমন্ত্রিত না হয়েই
সেজেগুজে রং-চং মেখে চলে যায়
মেজবানের আস্তানায়।
আর আমি তো এখানে আমন্ত্রিত।
তাই বুকের ভেতর অপমানের আশঙ্কা নয়;
জন্ম নিলো স্বপ্ন দেখার প্রব ল আগ্রহ।
স্বপ্নের দিকে ছুটতে কেবলই
মনটা বৈশাখী হাওয়ার মতো দোলা দিচ্ছে
আমার অস্তীত্বে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০