আমি ব্লগে আছি প্রায় ৫মাস। একদম প্রথম দিন থেকেই যে বিষয়টাতে সবচেয়ে বেশি মন্তব্য করেছি সেটা বোধয় “আস্তিক/নাস্তিক”। সব পোস্টেই একটা ব্যাপার কমন সেটা হল যুক্তি দিয়ে প্রমান করতে চাওয়া নিজের বিস্বাশকে। এটা মোটেই দোষের কিছু নয়। ব্লগ তো এইজন্যই তাইনা? নিজের বিশ্বাস নিজের চিন্তা গুলোকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।
তবে যে কথাটা বলতে চাই সেটা হল ধর্মে বিশ্বাসী যারা তারা এই বিশ্বাস কি নিজে থেকে পেয়েছেন? নাকি চারপাশের পরিবেশ থেকে ধার করা? যারা নাস্তিক তারা বিষয়টা নিয়ে চিন্তা করে এবং জেনে শুনেই এটা তারা চুজ করেছে। আপনারা কি করেছেন শুনি? আপনার ঈস্বর কি ছোটবেলায় আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া রুপটাই না? আপনি যে ধর্মের হয়ে গলার রগ ফুলিয়ে চিল্লাচ্ছেন তা কি আপনার নিজের বেছে নেওয়া?
কি হত যদি আপনি এখন যে ধর্মের তাতে না জন্মিয়ে অন্য কোন ধর্মে জন্মাতেন? আপনি কি পারতেন ধর্মান্তরিত হয়ে এখনকার ধর্ম বেছে নিতে? আন্দাজে একটা উত্তর দিয়ে দিবেন না। লজিক্যালি চিন্তা করুন। ধরুন আপনার বাবা মা পরিবার সবাই এখন যারা আছে তারাই। শুধু ধর্ম টা অন্য। পারতেন তাদের ছেড়ে ধর্মান্তরিত হতে? এই ব্লগের কতজন ব্লগার আছে জানতে চাই যারা নিজের ধর্ম নিজে বেছে নিয়েছে? আমার তো মনেহয় না একজন ও আছে। তাহলে বিষয়টা কি হাস্যকর লাগে না? যেখানে নিজের ধর্ম কি হবে তা নির্ভর করে জন্মের উপর সেখানে আমার ধর্মই সেরা বলি কিভাবে? যদি অন্য ধর্মে জন্মাতাম তাহলে সেটাকেই সেরা বলতাম?
একজন ছোটবেলা থেকে একটা ফলই খেয়েছে সেটা হল কলা। অন্য কোন ফল কখনও খায়নাই বা খাওয়ার উপায়ও তার নেই। সে যদি এখন বলা শুরু করে কলাই দুনিয়ার শ্রেষ্ট ফল তাহলে বিষয়টা কেমন হাস্যকর লাগবে? আমার কাছে আপনাদের কর্মকান্ডও এমনই হাস্যকর লাগে।