ধরুন বাংলাদেশের রাজনৈতিক কর্মীদের মাঝে অলিম্পিক চালু করা হল। আসুন দেখি ব্যতিক্রমধর্মী এই অলিম্পিকের ইভেন্টগুলো কেমন হবে আর কোন দলের কর্মীরা ওনাদের ক্রীড়া নৈপুণ্য দিয়ে আমাদের মুগ্ধ করতে পারবে?? অলিম্পিকে অংশগ্রহনকারী ৪টি দল হল -
# ছাত্রলীগ
# ছাত্রদল
# ছাত্র শিবির
# ছাত্র ফ্রন্ট
প্রথম ইভেন্ট দৌড় - এই ইভেন্টে সবাইকে অবাক করে দিয়ে গোল্ড মেডেল জিতে ছাত্রশিবির। রূপা জিতে ছাত্রলীগ আর ছাত্রফ্রন্ট জিতে ব্রোঞ্জ। ছাত্রশবিরের কাছে এরকম অভাবনীয় সাফল্যের কারন জানতে চাইলে তারা বলেন - ভাই আমরা গত ৪ বছর ধরে পুরো বাংলাদেশে দৌড়ের উপরে আছি তাই এরকম সাফল্য স্বাভাবিক। এদিকে ছাত্রলীগ এক বিবৃতিতে জানায় ওরা শিবিরের পোলাপাইনের পিছনে দৌড়ানোর কারনে ভয়ে শিবির কর্মীরা প্রান হাতে নিয়ে দৌড়ে প্রথম হয়। তাই এ গোল্ড মেডেল ছাত্রলীগকেই দেয়া হোক। আর গত ৪ বছরের মত এখানেও ছাত্রদল ঝিমাচ্ছিলো তাই উনাদের বিবৃতি নেয়া যায়নি। এদিকে এই ইভেন্টে অংশ নিতে না পেরে মন্ত্রী আবুল হোসেন মনক্ষুন্ন হয়েছেন বলে জানা যায়।
২য় ইভেন্ট উচ্চলাফ - এই ইভেন্টেও ছাত্রশিবির গোল্ড মেডেল জিতে নেয়। ছাত্রশিবিরের এক কর্মী জানায় উনাদের এক সদস্য নাকি লাফ দিয়ে ফাকিস্তান চলে গিয়েছে এবং এখন পর্যন্ত ফেরত আসেনি।
৩য় ইভেন্ট অস্ত্র সহ রেম্প ওয়াক - এই ইভেন্টে ছাত্রলীগ বিনা প্রতিদ্বন্ধীতায় গোল্ড জিতে, রূপা পায় ছাত্রদল আর শিবির পায় ব্রোঞ্জ।
৪র্থ ইভেন্ট চুল টানাটানি - এই ইভেন্টেও ছাত্রলীগের মহিলা ভার্সন বিনা প্রতিদ্বন্ধীতায় গোল্ড মেডেল পায়। ছাত্রীলীগের কর্মীদের চুল টানাটানি দেখে নিজের শৈশব মনে পড়ে যায় বলে মন্তব্য করেছেন সাহারা খাতুন। আর এ ইভেন্টের বিচারক হওয়ার জন্য লেজেহুমো এরশাদ অনেক তদবির করেছিলেন বলে জানা যায়।
৫ম ইভেন্ট সাংবাদিক ও পুলিশ পেটানো - এ ইভেন্টে গোল্ড মেডেল পায় শিবির। অল্পের জন্য রূপা পায় ছাত্রলীগ। তবে বিশ্বস্ত সূত্র জানায় সাংবাদিক পেটানোতে ছাত্রলীগ এগিয়ে ছিল। যাই হোক রূপা পাওয়ার পর ছাত্রলীগ কর্মীরা ক্ষোভে স্টেডিয়ামের বাহিরে কর্তব্যরত ৫ পুলিশকে বেদরক পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আর ওদের ভয়ে ১৫ সাংবাদিক বোরকা পরে ইভেন্টটি কাভার করেছে বলে জানা যায়।
৬ষ্ঠ ইভেন্ট টেন্ডারবাজি - এ ইভেন্টে গোল্ড মেডেল জিতে ছাত্রলীগ। রূপা পায় ছাত্রদল। শিবির ও ছাত্রফ্রন্ট ব্রোঞ্জ সম্মিলিত ভাবে পায়। ছাত্রদলের পক্ষ থেকে জানা যায় আগামীবার ক্ষমতায় গেলে ওরা ডাবল গোল্ড মেডেল পাওয়ার মত পারফরমেন্স দেখাতে পারেবে।
৭ম ইভেন্ট শিক্ষাঙ্গনে অরাজকতা - এ ইভেন্টেও ছাত্রলীগ অসাধারন প্রতিভার পরিচয় দেয়। দেশের সবকয়টি বিশ্বদ্যিালয় বন্ধ করার মত ক্ষমতা নিয়ে ছাত্রলীগ পায় গোল্ড মেডেল। ছাত্র শিবির পায় রূপা। আর ছাত্রদল ব্রোঞ্জ। তবে শিবির কর্মীরা দাবি করেন তাদেরকে অর্ধেক রূপা ও অর্ধেক গোল্ড দিয়ে একটি মেডেল প্রদান করতে।
৮ম ইভেন্ট বুড়ো বয়সেও ছাত্রনেতা - এ ইভেন্ট এ গোল্ড মেডেল পায় ছাত্রদল। ৩ বাচ্ছার বাবাদের ছাত্রনেতা!! বানানোর মত সার্কাস্টিক কাজ করে এ সাফল্য পান তারা।
৯ম ইভেন্ট মুই কি হনুরে ভাব - প্রথমবারের মত এ ইভেন্ট এ গোল্ড পায় ছাত্রফ্রন্ট। মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহন না করা পুলাপাইন মুই সব জানি ভাব নিয়ে গোল্ড মেডেল পায়। এর প্রেক্ষিতে ছাত্রলীগ ও ছাত্রদল এক বিবৃতিতে জানায় নেক্সট টাইম ওই মুই কি হনুকে শাহবাগে পেলে ওর ভাব ওর ইয়েতে দেয়া হবে।
১০ম ইভেন্ট ফ্রেন্ডলি ফায়ার - ফ্রেন্ডলি ফায়ার মানে হলো নিজেরা নিজেরা কামড়া-কামড়ি করা। এ ইভেন্টেও গোল্ড মেডেল জিতে ছাত্রলীগ। রূপা পায় ছাত্রদল। ব্রোঞ্জ দেয়ার জন্য কোন দলই খুজে পাওয়া যায়নি। তাই সামুর ব্লগারদের এ ব্রোঞ্জ পদক দেয়ার জোরালো দাবি উঠে। কারন ছাত্রলীগের পর নাকি উনারাও নিজেরা নিজেরা কামড়াকামড়ি করতে সবচেয়ে অভিজ্ঞ।
....