দুর্নীতির কারনে অনেক আশার পদ্মা সেতুতে অর্থায়ন করার কোন হেতু বিশ্বব্যাংক খুজে পায়নি। তারপরে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ২ পাতিহাস " আবুল গং" অনুধাবন করতে পেরেছে যে আমরা চাইলে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু বানাতে পারি। এই উপলব্ধিটা আরো কিছুদিন আগে হলে এই ১০% কমিশন নিয়ে এত দুর্নাম হত না। যাই হোক জনগনের গাড়ে বাড়তি ট্যাক্স না বসিয়ে কিছু চমকপ্রদ খাত থেকে সরকার চাইলে বেশ কিছু অর্থ সংগ্রহ করতে পারে

# টকশো - বিভিন্ন চ্যানেলে ঘন্টার পর ঘন্টার টকশোগুলোতে ট্যাক্স বসানো উচিত। সহজ বিষয়কে নানা ভঙ্গিতে মাথা ঘুরিয়ে প্যাচাইতে এদের জুড়ি নেই। মাঝে মাঝেতো ইচ্ছা হয় টিভিতে ঢুকে শালাদের একটা মাইর দেই


# বছর মেয়াদি টিভি সিরিয়াল - বছরের পর বছর ধরে চলতে থাকা সব ধরনের টিভি সিরিয়ালের উপর ট্যাক্স বসানো উচিত। গত কয়েক বছর ধরে "মা" নামের একটি সিরিয়াল নিয়ে যেভাবে আমাদের "মা" রা ব্যস্ত হয়ে আছেন তাতে আমার দাবি এই সিরিয়ালের উপরে ৩০০% ট্যাক্স বসানো উচিত।
# কপি-পেস্ট প্রযোজনা - সামুতে কপি পেস্ট ও ফেসবুকে ট্যাগ মারনে ওয়ালাদের উপরও ট্যাক্স বসানো উচিত।

# রাজনৈতিক ভাষন - কোনরকম মাইক হাতে পেলেই যারা জ্বালাময়ী বক্তিতার মাধ্যমে আশেপাশের গাছে কোন কাকও টিকতে দেন না তাদের গলাবাজির উপরও ট্যাক্স বসানো উচিত।
# তেল মর্দন - বিভিন্ন পত্রিকা ও সাময়কিতে উদার হস্তে তৈল মর্দনের উপর ৪২০% ট্যাক্স বসানো হোক।
# ইন্টারনেটের পর্ন সাইটগুলোর উপর ট্যাক্স বসানো হোক


# সরকারি আমলাদের বিদেশ ভ্রমনের উপর ট্যাক্স বসানো হোক।

# কাককন্ঠী গায়ক-গায়িকা - বাপ না হয় জামাইর গাটের টাকা খরচ করে একের পর এক বিরক্তিকর এ্যলবাম বানানো শিল্পীদের গান গাওয়ার উপর ট্যাক্স বসানো উচিত। গোপন সূত্রে জানা গেছে মিস কুহু কুহু অফ দি ইয়ার ইভা রহমান এ ব্যাপারে আপত্তি জানিয়েছেন।

আপাতত আর কিছু মনে নেই। আপনারা পারলে এ্যড করেন।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১১