আমার শেষ পোস্টে ব্লগার কুন্তল_এ অনুরোধ করেছিলেন ডেস্কটপ পিসির ফ্রন্ট অডিও পোর্টগুলো কিভাবে কানেক্ট করতে হয় সে বিষয়টি বর্ননা করতে। কেসিং ও অডিও কন্ট্রোলারের ভিন্নতার কারনে ফ্রন্ট অডিওর নির্দিষ্ট কোন ফরম্যাট বর্ননা করা যায়না। আমি স্ট্যান্ডার্ড কিছু ফ্রন্ট অডিও সিকুয়েন্স বর্ননা করলাম।
ফ্রন্ট অডিও কানেক্টরটির নিচে F_Audio লিখা থাকে। দুই সারিতে ৪টি ও ৫টি সর্বমোট ৯টি পিন থাকে।
নতুন কেসিংগুলোতে ফ্রন্টঅডিও কেবলগুলো জোড়া দেওয়া থাকে, তাই অপেক্ষাকৃত পুরনো কেসিংগুলোতে আলাদা করা কেবলগুলো মাদারবোর্ডে কানেক্ট করতে হয়। হাইডেফিনেশন অডিও এবং এসি৯৭ অডিওর সিকুয়েন্স ভিন্ন।
এখানে দুই ভাগে দুইটি সিকুয়েন্স দেওয়া আছে। আপনার অডিও কন্ট্রোলারটি বা সাউন্ডকার্ডটি হাই ডেফিনেশন হলে উপরেরটি আর নরমাল হলে নিচেরটি অনুসরন করবেন।
সর্বাধিক কেসিংয়ে ব্যবহুত সিকুয়েন্স এটি।
সাধারনত ইন্টেল মাদারবোর্ডে ব্যবহৃত হয় এই সিকুয়েন্সটি।
নরমাল অডিওর একটি সিকুয়েন্স।
উপরের একটি সিকুয়েন্সকে এডিট করে এই সিকুয়েন্সটি আমি বসিয়েছি। আমার পিসিতে সেম সিকুয়েন্স ব্যবহার করছি।
কেবলগুলো বসানো একদম সহজ। কেসিংয়ের কেবলগুলোতে দেখবেন একটি করে নাম লিখা আছে। ছবিতে এ দেখুন প্রতিটি পিনের উপর নাম্বার বসানো আছে। এবার ছবি থেকে নামগুলো দেখে কেসিং এর কেবলগুলো বসিয়ে ফেলুন। ভয় পাবেন না কারন কেবল ভুল বসালে কোন সমস্যা হবেনা। আর উপরে দেওয়া সিকুয়েন্সগুলোর বাইরে যদি কারো হয় দয়া করে আপনার কেসিংয়ের কেবলগুলোর উপরে লেখা লাইনগুলো পোস্টে উল্লেখ করবেন আমি চেস্টা করবো সেই ধরনের একটি সিকুয়েন্স পোস্টে উল্লেখ করতে।
একি ধরনের আমার পূর্বের ২টি পোস্ট :
হাতুড়ে ইঞ্জিনিয়ার কথন - ২ - ডেস্কটপ পিসির ফ্রন্ট ইউএসবি পোর্ট যেভাবে কানেক্ট করবেন..
হাতুড়ে ইঞ্জিনিয়ার কথন - ১ - আপনার ডেস্কটপ পিসির ফ্রন্ট প্যানেল কিভাবে লাগাবেন??