নগুন সব পিসিতে ফ্রন্ট ইউএসবি কেবলগুলো জোড়া লাগানো অবস্থায় থাকে তাই এগুলো যে কেউই লাগাতে পারবেন। অপেক্ষাকৃত পুরনো পিসিতে কেবলগুলো আলাদা আলাদা থাকে তাই সেগুলো লাগাতে সাধারন ব্যবহারকারীদের কিছুটা সমস্যা হয়।
প্রথমে বলি কিভাবে আপনি মাদারবোর্ডে ফ্রন্ট ইউএসবি কানেক্টর চিনবেন। মাদারবোর্ডের একদম নিচ প্রান্তে উপরের সারিতে ৪টি ও নিচের সারিতে ৫টি সর্বমোট ৯টি পিন নিয়ে একসেট কানেক্টর দেখতে পাবেন। ফ্রন্ট ইউএসবি কানেক্টরের নিচে সবসময় F_USB লেখাটি দেখতে পাবেন। সাধারনত পিসির সামনে দুইট ইউএসবি পোর্ট থাকে। একটি ইউএসবি পোর্টের জন্য ৪টি কেবল। ফ্রন্ট ইউএসবি কানেক্টরে আপনি দুই সারিতে গ্রাউন্ডসহ ৯টি পিন দেখতে পাবেন মানে দুইটি ইউএসবি পোর্টের কেবল আপনি একি কানেক্টরে লাগাতে পারবেন।
একটি ইউএসবি পোর্টের ৪টি কেবল থাকে যথাক্রমে -
১। VCC - লাল কেবল
২। D- - সাদা কেবল
৩। D+ - সবুজ কেবল
৪। Ground - কালো কেবল
এগুলো মনে রাথা কষ্টকর এবং এই সিকোয়েন্সটিও মনে রাথা কষ্টকর। তার বদলে আপনি এভাবে মনে রাখেন -
১। লাল
২। সাদা
৩। সবুজ
৪। কালো
মানে সিরিয়ালে প্রথমে লাল কেবল তারপরে সাদা, সবুজ ও কালো কেবলটি বসবে। আর ৫নম্বর পিনটি খালি থাকবে। তারমানে ৫নং পিনের উল্টোপাশ থেকে আপনি কেবল বসানো শুরু করবেন।
এখানে আরো সহজভাবে বুঝা যায়। এখানে ১০নং হিসেবে চিহ্নিত করা একলা পিনটি খালি থাকবে। ২ নং হিসেবে চিহ্নিত করা পিনটিতে আপনি লাল কেবল এবং তারপরেরগুলোতে পর্যায়ক্রমে সাদা, সবুজ ও কালো কেবল বসাবেন।
আমি সহজ ভাষায় বুঝানোর চেষ্টা করেছি তারপরেও কেউ সমস্যায় পড়লে পোস্টে জানালে খুশী হবো।
আমার আগের পোস্ট :
হাতুড়ে ইঞ্জিনিয়ার কথন - ১ - আপনার ডেস্কটপ পিসির ফ্রন্ট প্যানেল কিভাবে লাগাবেন??