প্রথমে জানা যাক আপনি ফ্রন্ট প্যানেল কিভাবে চিনবেন। সাধারনত মাদারবোর্ডের একদম নিচে ডান কোনায় ফ্রন্ট প্যানেল কানেক্টরগুলো থাকে। দুইটি সারির উপরের সারিতে ৪টি ও নিচের সারিতে ৫টি পিন সর্বমোট ৯টি পিন নিয়ে হলো ফ্রন্ট প্যানেল। মোটামুটি ৯৮% মাদারবোর্ডগুলোতে ফ্রন্ট প্যানেলের নিচে ইংরেজিতে F_Panel লিখা থাকে। যদি F_Panel লিখা না থাকে তাহলে আপনি কানেক্টরগুলোর নিচে Power Sw, Reset SW, H.D.D LED, Power LED এরকম লেখা গুলো দেখতে পাবেন।
২০০৫ থেকে সব মাদারবোর্ড কোম্পানিগুলো এক ধরনের ফ্রন্ট প্যানেল সিকোয়েন্স ব্যবহার করছে। তাই আমি প্রচলিত ফ্রন্টপ্যানেলটি বর্ননা করলাম।
ফ্রন্ট প্যানেলে সাধারনত পাঁচ জোড়া ক্যাবল থাকে -
১। পাওয়ার সুইচ
২। রিস্টার্ট সুইচ
৩। পাওয়ার লেড
৪। এইচ.ডি.ডি লেড
৫। স্পিকার। ইন্টেল জেনুইন মাদারবোর্ডগুলোতে বিল্টইন স্পিকার থাকায় আপনি মাদারবোর্ডে স্পিকার লাগানোর কান্টেকর পাবেন না।
এটি একটি আদর্শ ফ্রন্ট প্যানেল।
বুঝার সুবিধার্থে আমি এই ছবি থেকে কেবল সিকোয়েন্সগুলো বর্ননা করবো।
খেয়াল করুন ফ্রন্ট প্যানেলে নিচে হল ৫টি পিন উপরে ৪টি পিন। নিচের সারির ৯ নাম্বার পিনটি সবসময় অব্যবহৃত থাকে। এই পিনটিকে মানদন্ড ধরে আমরা বাকি কেবলগুলো বসাবো।
# ৯ নাম্বার পিনটির ঠিক পাশেই বসবে রিস্টার্ট সুইচ। প্লাস মাইনাস কোন ব্যাপার না। যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে আপনি মাইনাস (সাদা বা কালো রংয়ের কেবলটি) বসাবেন ৫নং পিনে।
# রিস্টার্ট সুইচের ঠিক পাশেই বসবে এইচডিডি লেড। পিসি চালু অবস্থায় সামনে যেই লাল বাতিটি অনবরত জ্বলতে নিভতে থাকে এটি সেই বাতির কানেক্টর। সাদা বা মাইনাস কেবলটি বসাবেন ৩ নাম্বার পিনে।
# এইচডিডি লেডের ঠিক উপরে বসাবেন পাওয়ার লেড এর কেবলটি। এটির মাইনাস বা সাদা কালারের কেবলটি বসবে ৪ নং পিনে।
# পাওয়ার লেডের ঠিক পাশেই বসবে পাওয়ার সুইচের কেবল। এটিরও মাইনাস কোন ব্যাপার না। আপনি নিয়ম অনুসরন করতে চাইলে মাইনাস কেবলটি বসাবেন ৮নং পিনে।
# প্রশ্ন হল স্পিকার কোথায় বসাবেন?? ফ্রন্ট প্যানেলের পাশেই আরেকটি ৪পিনের কানেক্টর পাবেন সেখানে স্পিকারের কেবলটি বসবে। ফ্রন্ট প্যানেলের পাশে না পেলে স্পিকার কানেক্টরটি পাবেন ফ্রন্ট ইউএসবি কানেক্টরের পাশে।
কোন কোন মাদারবোর্ডে ফ্রন্ট প্যানেলটি উল্টো থাকতে পারে, ভয় পাওয়ার কিছুই নেই। ৯ নাম্বার পিনটিকে হিসেব করে সবগুলোকে খুবই সহজে লাগাতে পারবেন।
কারো পিসির ফ্রন্ট প্যানেলের সাথে যদি পোস্টে উল্লেখিত ফ্রন্ট প্যানেল না মিলে তাহলে মন্তব্যে ছবি আপলোড করার অনুরোধ রইলো। আশা রাখি সিকোয়েন্স বলে দিতে পারবো।
পরের পোস্টে ফ্রন্ট ইউএসবির কেবলগুলো কিভাবে কানেক্ট করবেন তা আসবে...
সবাই ভালো থাকুন।