কসাইনামা-২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ধারাবাহিক কসাই আপডেট।
"এখন পর্যন্ত যে সকল নাদান আমাকে এই কথা বলেছে এবং ভবিষ্যতেও বলবে যে ‘পাবলিকেরটাকায় পড়াশোনা করেছো, তাই এই পাবলিকের জন্য নিজের জীবন যৌবন উৎসর্গ করে দিয়ে তোমাকে অজ পাড়া গাঁয়ে পড়ে থাকতে হবে’ তাদেরকে বলছি - পাবলিক তো তোমাকেও পড়ানোর জন্য টাকা নিয়ে বসেছিল! তুমি কেন আসলে না পড়তে? হেডঙে কুলায়নি? আর তাছাড়া আমি পাবলিকের টাকায় পড়িওনি। আমার বাবা বিগত বিশ পঁচিশ বছরে যে পরিমান অর্থ কর দিসেবে রাষ্ট্রকে দিয়েছে সে পরিমান টাকায় আমার নিজের মেডিক্যাল পড়ার খরচ তো দূরের কথা সাথে আরও দুজন শিক্ষার্থীর পড়াশোনার খরচ হয়ে যাবে। তাই বলতেই হচ্ছে যে আমি তো আমার বাপের টাকায় পড়েছি অবশ্যই সেই সাথে আমার বাপ আরও দুজনকে পড়িয়ে ডাক্তার বানিয়েছে!
সরকার আমাকে ঘর থেকে আতু আতু করে ডেকে নিয়ে মেডিক্যালে ভর্তি করে নেয়নি, দেশের সবচেয়ে মেধাবী আঠারো হাজার শিক্ষার্থীর সাথে যুদ্ধে অংশ নিয়ে আমি যখন প্রথম এক হাজারের ভিতরে থেকে নিজেরযোগ্যতার প্রমাণ দিয়েছি তখনই সরকার আমাকে ভর্তি করেছে। আর এরজন্যে কোচিং সেন্টারের যে পরিমান বিল আমার বাবাকে কেবল আট মাসে গুনতে হয়েছে সে টাকা দিয়ে তোমাদের মত বহু নাদানের আট বছরের কলেজ খরচ চালানো যাবে।
খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এই কয়েকটি মানুষের মৌলিক অধিকার। প্রথম তিনটির কথাই আগে বলি। এগুলোর একটাও কি তোমরা মাগনা পাও কোথাও? পাওনা তা তো জানি কিন্তু সেজন্য কি কারো কাছে যেয়ে নালিশ করার সুযোগ পাও, সেটাও পাওনা! তাহলে লিস্টের একদম শেষেরটি (চিকিৎসা) নিয়ে তোমাদের এতো ঘেউ ঘেউ কেন? চুরি চামারি করতে যেয়ে মারখেয়ে যখন কোঁকাতে কোঁকাতে হাসপাতাল যাও তখন ডাক্তার আসতে এক মিনিট দেরি হলে তার গায়ে হাত তুলতে দ্বিধা করনা অথচ থানায় যেয়ে মামলা করতে তো হাবিলদারের তিন পা একসাথে জড়িয়ে ধরে পড়ে থাকো! তোমার ঘরে যখন খাবার থাকে না তখন কি খাদ্যমন্ত্রীকে পেটাতে যাও? যখন গায়ে দেয়ার মত ভাল কোন কাপড় থাকে না তখন কি কাপড়ের দোকানদারকে ধরে মার লাগাও?
তোমরা যদি পাঁচ নাম্বার মৌলিক অধিকার নিয়ে এতো হম্বি তম্বি জবরদস্তি শুরু করতে পার তাহলে আমিও বলতে পারি চিকিৎসার আগে যে শিক্ষার প্রসঙ্গ আসে সেটা নিয়ে। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের যোগ্যতা অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। তোমরা যেমন হাসপাতালে যেয়ে সেটা নিজের বাপ দাদার সম্পত্তি মনে কর, সবকিছুই নিজের পাওনা অধিকার মনে কর তেমনি এই শিক্ষার সুযোগটাও নাগরিকদের অধিকার, রাষ্ট্রের কাছ থেকে এটি পাওয়ার অধিকার আমারও আছে! তদুপরি আমি এটা যোগ্যতার প্রমাণ দিয়েই নিচ্ছি, ভিক্ষা হিসেবে না।
তাই একসময় মেধা ও যোগ্যতার প্রতিযোগিতায় হেরে গিয়ে দেশের অসংখ্য নিম্ন মানের জগা বাবুর পাঠশালায় দীক্ষা নিয়ে যারা National University’রছাত্র বা ছাত্রী বলে ঠাট দেখাও এবং যারা নিজেদের মোটা মাথাখানা নিয়ে কোনরকম সুবিধা করতে না পেরে অবশেষে পিতার মোটা মানিব্যাগখানার কল্যাণে কলিমুদ্দির চায়ের দোকানের পাশে বা কোন রিকশা গ্যারেজের উপর দুইখানা কামরা ভাড়া নিয়ে গজিয়ে ওঠা নামকাওয়াস্তের কোন প্রাইভেট ভার্সিটি থেকে ডিগ্রি (?) নিয়ে বড় বড় বুলি ঝাড়তে আস তাদের প্রতি আমার একটাই কথা- বাবারা যাও, ঘ্যানর ঘ্যানর না করে নিজ বাড়ির উঠোনে আরাম করে বসে নিজের গুপ্তকেশ আলগা কর আর সেগুলো দিয়ে আঁটি বাঁধো! সেটাই সবার জন্য মঙ্গল। নইলে এই তোমাদের মত পতিত পোলাপাইন গুলাই যখন বিসিএস নামক উদ্ভটতম এক পরীক্ষা দিয়ে সচিব, ডিসি, এসপি এসব হয়ে দেশের হোমড়া চোমড়া বনে যাও তখন দেশমাতৃকা নীরবে চোখের জল ফেলে! বিশ্বাস হয়না আমার কথা? তাহলে চোখদুটি পুরোপুরি খুলে ভাল করে তাকিয়ে দেখো একবার আজকের বাংলাদেশকে! শিক্ষক,ডাক্তার, ইঞ্জিয়ার বা বিজ্ঞানীদের কারনে দেশের আজ এই জরাজীর্ণ অবস্থা হয়নি হয়েছে তোমাদের মত গাধাগুলো দিয়ে হাল চাষ করতে যেয়ে! যেদেশ মেধার মূল্যায়ন করে না সে দেশের অদুর ভবিষ্যৎ নিঃসন্দেহে অন্ধকার। তবুও যদি মনে হয় যে এভাবেই গায়ের জোরে আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে থাকবে তবে জেনে রাখো সেদিন আর খুব বেশি দূরে নয় যখন পশ্চাদ্দেশে ফোঁড়া নিয়ে ব্যাথায় কোঁ কোঁ করবে কিন্তু চিকিৎসা তো দূরের কথা গালাগাল দেয়ার জন্যেও দেশে কোন ডাক্তার পাবেনা! এটা কোন অভিশাপ না, এটাসতর্কতা।
যারা আমাকে জানেন তারা আশা করি বুঝবেন আমি কেন এমনটা লিখলাম। কাউকে অন্যায়ভাবে তাচ্ছিল্য করা আমার লেখার উদ্দেশ্য নয়। তারপরেও আমার কথায় যার বাযাদের জ্বলুনি হবে বুঝে নেবেন কথাগুলো আপনাকে উদ্দেশ্য করেই বলা। বিভিন্ন পত্রিকার অনলাইন সংস্করণে যখন ডাক্তারবিষয়ক কোন খবর পেলেই ‘কসাই, কসাই, কসাই’ বলে গণহারে ঘেউ ঘেউ শুরু করেন তখন সুস্থ ভাষায় তার প্রতিবাদ করলেও তো পত্রিকাওয়ালারা সেটা ছাপায় না তাই কি আর করা? উচিৎ কথা যা বলার এখানেই বলতে হল।"
মূল লেখকঃ সাইফুল ইসলাম
২২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বেফাঁস মন্তব্য করায় সমালোচনার মুখে সমন্বয়ক হাসিবুল ইসলাম !
"মেট্রোরেলে আগুন না দিলে, পুলিশ না মারলে বিপ্লব সফল হতো না "- সাম্প্রতিক সময়ে ডিবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সমালোচনার শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসিবুল... ...বাকিটুকু পড়ুন
আমিত্ব বিসর্জন
আমি- আমি- আমি
আমিত্ব বিসর্জন দিতে চাই।
আমি বলতে তুমি; তুমি বলতে আমি।
তবুও, "আমরা" অথবা "আমাদের"
সমঅধিকার- ভালোবাসার জন্ম দেয়।
"সারভাইভাল অব দ্য ফিটেস্ট"
যেখানে লাখ লাখ শুক্রাণুকে পরাজিত করে
আমরা জীবনের দৌড়ে জন্ম... ...বাকিটুকু পড়ুন
স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?
স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন