মাঝে মাঝে রাতগুলো খুব আলোকিত মনে হয়
চাঁদ যখন তারাদের ছাপিয়ে নিজেকে জানান দেয়
হিম শীতল আলো কবিতার প্রহর ছড়ায়
তখন রাত গুলো খুব বেশি আলোকিত মনে হয়
চরে বালুগুলো এক লহমায় বাড়ি বদলে নেয়
উড়ে উড়ে আলোর কনিকাগুলো স্নিগ্ধতার সুবাস দেয়
দুয়ার বন্ধ করে মনে হয়,
কেউ বলুক, না। আজ বদ্ধ দুয়ার নয়
রাত বেড়ে যায়.....আলোময়.....