অনেক অনেক কাল আগে স্বপ্নপুরী রাজ্যে ছিল এক রাজা আর এক রানী। এমনি একদিনে তাদের কোলজুড়ে নেমে আসে রূপকথা নামের এক ছোট্ট রাজকন্যা। রূপকথা ছিল বাবা-মায়ের অনেক আদরের। সারাদিন হাজার রকমের দুষ্টুমি করে আর মজার মজার কথা বলে অল্প কয়েকদিনের মধ্যেই সবার খুব প্রিয় হয়ে উঠলো রূপকথা।
মায়ের কোলে শুয়ে ছোট্ট রূপকথা কত্তো কত্তো রূপকথার গল্প শুনতো। সিনডারেলার জাদুর গাড়িটা ছিল রূপকথার ভীষন প্রিয়। প্রায়ই সে স্বপ্ন দেখত অমন একটা জাদুর গাড়িতে করে সে ঘুরে বেড়াচ্ছে।
ভাবতো এলিসের মতো তারও অনেক অনেক বন্ধু থাকবে, যারা সাত বামুনের মতো করে তাকে সবসময় আগলে রাখবে।
রাপুনজেলের চুলের দারুন ভক্ত ছিল সে। মায়ের কাছে প্রায়ই সে দুঃখ করতো কেন তার রাপুনজেলের মতো সুন্দর চুল হয়নি।
কিন্তু তার সবচাইতে প্রিয় রূপকথা ছিল ঘুমকুমারী। কেন জানি ঘুমকুমারীর প্রতি একটা অন্যরকম টান অনুভব করতো রূপকথা। হয়তো অন্য রূপকথার রাজকন্যাদের মতো কষ্ট করতে ভয় পেতো সে। তাই ঘুমের ঘোরেই সুন্দর পৃথিবীটাকে স্বপ্নময় করে তুলতে চাইতো। হয়তো নয় সেটাই সত্যি।
তবু রূপকথা জেগে আছে, জেগে আছে আজোও স্বপ্নপূরনের অপেক্ষায়।
প্রতিটা রূপকথার গল্পের মতো এই অচিন রূপকথারও যেন শুভ সমাপ্তি হয়।
অনেক ধন্যবাদ এতোক্ষন ধরে আজাইরা প্যাঁচাল পড়ার জন্য। পুরো পোস্টটা রূপকথার কেক দিয়ে সাজিয়েছি, খেয়ে যেতে ভুলবেন না যেন।


সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৫