প্রিয় ব্লগার,
মাতৃভাষার মাসে সবাইকে জানাচ্ছি মহান একুশের শুভেচ্ছা।
বাংলাকে মাতৃভাষার স্বীকৃতি এবং প্রতিষ্ঠার দাবীতে ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে অনেক রক্ত, অনেক অশ্রুর বিনিময়ে পাওয়া আমাদের 'একুশ'। আমাদের ভাই সালাম, বরকত, জব্বারের আত্নাহুতির মূল্যে আমরা যে ভাষায় 'মা' বলে ডাকি, যে ভাষায় 'স্বাধীন বাংলাদেশ' লিখি তার নাম 'বাংলা', তার রঙের নাম 'শহীদের রক্ত'। বিশ্বজুড়ে মাতৃভাষার জন্যে এমন গৌরবময় ইতিহাস আর নেই। আজ বিশ্ব জুড়ে মাতৃভাষা দিবস পালিত হয় আমাদের ভায়ের রক্তে গড়া ২১ শে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের কাছে আমরা ঋণী। বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি তাঁদের।
রাষ্ট্র ভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠা পাওয়ার পর এদেশের সর্বস্তরের মানুষ নিজের ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে একটি স্বকীয় মর্যাদায় ফিরে পেয়েছেন। একটি স্বাধীন ও সার্বভৌম স্বদেশ গড়ায় উদ্বুদ্ধ হয়েছেন। যার ফলাফল জাতীয় জীবনে গৌরবময় আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ। হারাবার পাহাড়সম বেদনা এবং লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের লাল সবুজের পতাকা, আমাদের দেশ 'বাংলাদেশ'। পরম শ্রদ্ধায় স্মরণ করছি সেই ত্রিশ লক্ষ আত্নদানকারীদের যাঁরা পরাশক্তিকে পদদলিত করে প্রাণ দিয়ে বিশ্ব দরবারে পরিচিত করেছেন 'অখণ্ড স্বাধীন বাংলাদেশ'।
এবার ভাষার মাসে আমরা সামহোয়্যার ইন... ব্লগ টিম, সকল বাংলা ব্লগারদের জন্যে খুব সাদামাটা একটি বাংলা ব্লগ আড্ডার আয়োজন করতে যাচ্ছি। ১৯শে ডিসেম্বর ২০১১, তৃতীয় বাংলা ব্লগ দিবসে ব্লগারদের মিথস্ক্রিয়ার স্বল্পতা নিয়ে আমাদের আন্তরিক আক্ষেপ রয়েছে। নানারকম অপ্রতুলতা এবং প্রতিবন্ধকতায় যা আমরা সুষ্ঠুভাবে করে উঠতে পারিনি। বরং আমাদের উচিত ছিল বাংলা ব্লগ দিবসে বাংলা ব্লগের প্রাণ, ব্লগারদের মিথস্ক্রিয়ার আরও বড় পরিসর নিশ্চিত করা। যাতে সবার স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর অংশগ্রহণ সম্ভব। ৩য় বাংলা ব্লগ দিবসের অনুষ্ঠানে সেই নৈকট্যের অভাবে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সেই আক্ষেপ থেকেই আমরা খুব শিগগীরই একটা ব্লগ আড্ডার আয়োজন করতে যাচ্ছি এই ভাষার মাসের যে কোন একটি সুবিধাজনক দিনেই। তবে তা অবশ্যই ২১শে ফেব্রুয়ারি বাদ দিয়ে যে কোন ছুটির দিন হতে পারে। এ বিষয়ে একটি নির্ধারিত দিন, সময় এবং স্থান জানাতে আপনাদের কাছে আবারও ফিরে আসবো। ভাল থাকুন সকল বাংলা ব্লগার, মঙ্গল হোক সবার।
শুভ ব্লগিং
সামহোয়্যার ইন ব্লগ টিম