কান উৎসব নিয়ে ভালই মাতামাতি হয়।আগে হয়েছে,বর্তমানে হচ্ছে,ভবিষ্যৎ এও হবে।
এবার বিশেষ ধরনের কান উৎসবের ছবি দেখাচ্ছি।গুগল মামুর কাছে ছবিগুলো পাইছি।
১। ভাই বউ না গার্লফ্রেন্ড সাথে উল্টাপাল্টা কিছু করেন না,তাহলে এরকম কান উৎসব সুরু হয়ে যেতে পারে!!!


২। গার্লফ্রেন্ড বা অন্য কারও লগে চিপাই যাইয়া কিছু করেন না।তাহলেও কিন্তু কান দিয়েই খেলা লাগতে পারে।

৩।নারীদের সম্মান করতে শেখেন,কোন নারীকে হেয় করার আগে নিজের মা/বোন দের কথা ভাববেন।তাদেরকেও অন্যরা বিরক্ত করতে পারে!!বিরক্ত করতে গিয়েও কিন্তু আপনাকে কান নিয়ে খেলতে বাধ্য করাতে পারে।

৪। কান নিয়ে উৎসব তাই বলে এই মানুষের মত কানে কামড়াকামড়ি করলে কিন্তু হবে না।তাইলেই ডিসকোয়ালিফাইড।


৫।কান নিয়ে রীতিমত বড় রকমের খেলা শুরু হইছে,রেকর্ড করে ফেলতে পারেন।আমি বলব,এসব ছবি দেখে নিজে পারবেন ভেবে শুরু না করাই ভাল।পরে সব খেলা থেকে বাতিল হয়ে পরবেন।

৬। হাতের মাঝে কান!!এ কেমন কানের উৎসব রে ভাই

৭। এই পোলারা কান দিয়ে কেমন উৎসব শুরু করল বলেন তো !!


৮।আপুরাও কিন্তু ভাল উৎসব করতে পারে কানের বাহার নিয়ে


৯। ছোট একখান কথা বলি,যতই আরাম লাগুক এভাবে কান চুল্কাবেন না,চুল্কালেও সাবধানে।

১০। অধিক সময় ধরে নিচের যন্ত্রটি দারা উচ্চ শব্দে কিছু শুনবেন না।এটি ব্যবহার থেকে বিরত থাকাই ভাল।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন,কানের যত্ন নিবেন।


ব্লগে ঢুকেই দেখলাম,কান উৎসবে কোথাকার কে নেংটা হইছে তার ছবি, খবর কপি পেস্ট করে সামুতে পোস্ট দিছে।তার প্রতিবাদে এই পোস্ট। জানি অনেকেই মনক্ষুণ্ণ,আপনারা অই পোস্টে গিয়ে বাহবা বলেন।
পোস্টের লিংক দিলাম না,খুজে নেন।